পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গজলডোবা ক্যানেলে যুগলের মৃতদেহ

তিস্তার গজলডোবা ক্যানেলে ভাসতে দেখা যায় এক পুরুষ ও এক মহিলার মৃতদেহ । পুলিশের অনুমান তাঁরা একসঙ্গেই আত্মঘাতী হয়েছেন । তদন্ত চলছে ।

মৃত যুগল

By

Published : Apr 21, 2019, 6:24 PM IST

Updated : Apr 21, 2019, 11:29 PM IST

জলপাইগুড়ি, 21 এপ্রিল: আজ দুপুরে তিস্তার গজলডোবা ক্যানেলে এক মহিলা ও এক পুরুষের মৃতদেহ ভাসতে দেখা যায় । গজলডোবায় বেড়াতে গিয়ে দুই যুবক প্রথম ওই দুই মৃতদেহ ভাসতে দেখেন । মৃতদেহ দুটি একটি কাপড় দিয়ে বাঁধা ছিল । খবর পেয়ে শিলিগুড়ি মিলনপল্লি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ।

পুলিশ দেহ দুটি উদ্ধারের চেষ্টা করে। কিন্তু ক্যানেলে জলের স্রোত বেশি থাকায় দেহদুটি ভাসতে ভাসতে চেউলিবাড়ি পর্যন্ত পৌঁছে যায় । সেখানে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় হাসপাতালে ।

ভিডিয়োয় দেখুন

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম তপন হালদার ও মহিলার নাম প্রিয়া কীর্তনীয়া । তাঁরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ আমবাড়ির মিলনপল্লি এলাকার বাসিন্দা । বিগত কয়েক বছর ধরে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল । কিন্তু তাঁদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি । তাই পরিবারের ভ্রুকুটি উপেক্ষা করে দেড় মাস আগে বাড়ি ছাড়েন দু'জনে । পরিবারের তরফে স্থানীয় মিলনপল্লি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । তদন্ত শুরু করেছিল পুলিশ । কিন্তু তাঁদের কোনও খোঁজ পায়নি । শেষমেশ আজ দুপুরে ক্যানেল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয় । এরপর ওই দুই পরিবারকেই খবর দেওয়া হয় । তাঁরাই মৃতদেহ শনাক্ত করেন । পুলিশের অনুমান তাঁরা একসঙ্গেই আত্মঘাতী হয়েছেন । তবে তদন্ত শেষ না হওয়া অবধি কোনও প্রকার মন্তব্য করতে নারাজ পুলিশ আধিকারিকরা ।

Last Updated : Apr 21, 2019, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details