জলপাইগুড়ি, 21 মে : অভাবের সংসার । অসুস্থ বাবা অনেকদিন ধরে শয্যাশায়ী । অঙ্গনওয়াড়িতে কাজ করা মায়ের আয়ে কোনওরকমে সংসার চলে । পরিবারের এই অনটন অনুভব করে সে । কিন্তু, দেখতে পায় না । আজ অবশ্য বাড়ির সবাই খুশি । সব প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে জন্মান্ধ পিঙ্কি প্রামাণিক । তার ইচ্ছে, রেডিয়ো জকি হবে ।
রাজগঞ্জ ব্লকে বাড়ি পিঙ্কিদের । সে বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী । পিঙ্কির মা কল্পনা অধিকারী অঙ্গনওয়ারি কেন্দ্রে মিড ডে মিল রান্না করেন । বাবা নারায়ণ অধিকারী অসুস্থ । বাড়িতেই শয্যাশায়ী । বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মেয়েকে সাইকেলে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতেন কল্পনাদেবী । তারপর পিঙ্কি আরও আট কিলোমিটার বাসে করে গিয়ে স্কুলে পৌঁছাত । এইভাবেই লড়াই করে মাধ্যমিক পাশ করেছে পিঙ্কি । তার এই ফলে খুশি মা ।