পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চা বলয়ে কাজ করবে BJP-এর শ্রমিক সংগঠন - Jalpaiguri BJP

আলিপুরদুয়ার জেলার জেলা সভাপতি হয়ছেন দিব্যেন্দু ঘোষ । শিলিগুড়ির সভাপতি হয়েছেন পিনাকি সেন, জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন ডুয়ার্সের তেলিপাড়ার বাসিন্দা রাজেশ বরুয়া ।

Jalpaiguri
Jalpaiguri

By

Published : Oct 11, 2020, 4:54 PM IST

জলপাইগুড়ি, 11 অক্টোবর : চা বাগানের শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে চা বলয়ে কাজ করবে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন । আজ BJPএর ট্রেড ইউনিয়নের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির জেলা সভাপতির নাম ঘোষণা হল । রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথাই জানান BJPএর জেলা সম্পাদক তপন রায় ।

এ বিষয়ে তপনবাবু বলেন," ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এর তিন জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে । আলিপুরদুয়ার জেলার জেলা সভাপতি হয়ছেন দিব্যেন্দু ঘোষ । শিলিগুড়ির সভাপতি হয়েছেন পিনাকি সেন, জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন ডুয়ার্সের তেলিপাড়ার বাসিন্দা রাজেশ বরুয়া ।" এদিন সাংবাদিক সম্মেলনে BJPএর জেলা সম্পাদক তপন রায় অভিযোগ করে বলেন যে, " উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা অবহেলিত । আগামীদিনে আমাদের এই শ্রমিক সংগঠন চা বাগানের শ্রমিকদের পাশে থেকে কাজ করবে । চা অর্থকরি দ্রব্য হলেও চা বাগানের শ্রমিকরা প্রাপ্য পাচ্ছেন না । অনেক চা বাগান বন্ধ হয়ে আছে দীর্ঘদিন থেকেই । চা বাগান দত্তক হিসেবে নিতে কেন্দ্র সরকার চাইলেও রাজ্য সরকার কোন উদ্যোগ নেয়নি ।"

এদিন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন এর রাজ্য সম্পাদক ডায়না ঘোষ বলেন, " শ্রমিকরা অবহেলিত । দীর্ঘদিন থেকেই আমরা শ্রমিকদের জন্য কাজ করার লক্ষ্যে নেমেছি । শ্রমিকরা বঞ্চিত, শোষিত । তাঁদের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমাদের সংগঠন মাঠে নেমেছে । ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি । তরাই ডুয়ার্সের চা বাগানে বানাগে ইউনিট গড়ে কাজ জোড় কদমে শুরু করা হবে ।"

উল্লেখ্য, এদিনের সাংবাদিক সম্মেলনে তিন জেলার সাংগঠনিক জেলার সম্পাদকরাও উপস্থিত ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details