পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের তাড়া ? পালাতে গিয়ে মৃত্যু BJP কর্মীর - tmc

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BJP কর্মীর । অভিযোগের তির পুলিশের দিকে । জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযান এলাকার ঘটনা ।

ফাইল ফোটো

By

Published : Jun 25, 2019, 3:45 PM IST

জলপাইগুড়ি, 25 জুন : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক BJP কর্মীর । ঘটনাটি জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরযান এলাকার । মৃতের নাম মনমোহন দাস (৪৫) । BJP-র অভিযোগ পুলিশ তাড়া করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মনমোহনের ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচির পর বাড়ি ফিরছিলেন মনমোহন । অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল নেতারা ও এলাকার পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের প্ররোচনায় রাজগঞ্জ থানার পুলিশ মনমোহনকে ধরার জন্য তাড়া করে । তাড়া খেয়ে কিছু দূর দৌড়ানোর পর হৃদরোগে আক্রান্ত হন তিনি । সেইসময় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

স্থানীয় BJP নেতা পলেন ঘোষের অভিযোগ, পুলিশের তাড়া খেয়েই মারা গেল মনমোহন । পুলিশকে নিরপেক্ষ হয়ে কাজ না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি । পলেন বলেন, "পুলিশ সংযত না হলে রাজগঞ্জ থানার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব । পুলিশ যদি তৃণমূলের কথায় BJP কর্মীদের ওপর অত্যাচার করে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details