পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP সমর্থককে বাঁশ দিয়ে মার, অভিযুক্ত তৃণমূল - jalpaiguri

এই ঘটনায় বানারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

অমিত এক্কা

By

Published : Apr 18, 2019, 3:38 PM IST

Updated : Apr 18, 2019, 4:51 PM IST

জলপাইগুড়ি, ১৮ এপ্রিল : BJP সমর্থকের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর নাম অমিত এক্কা। জলপাইগুড়ি বানারহাট থানার শালবাড়ি গ্রামের ঘটনা। তাঁর মাথায় ও হাতের আঙুলে চোট লেগেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযোগ, আজ শালবাড়ি গ্রামের ১৫/৪০ নম্বর বুথে যাওয়ার সময় তৃণমূলের কয়েকজন কর্মী অমিত ও তাঁর পরিবারকে বাধা দেয়। তবে তিনি ভোট দেবেন বলে অনড় ছিলেন। এরপর তাঁকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয়।

এই ঘটনায় বানারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, BJP ইচ্ছে করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।

Last Updated : Apr 18, 2019, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details