জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর: জলপাইগুড়ি পৌরসভার (Jalpaiguri Municipality) আর্থিক দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হচ্ছে বিজেপি (BJP) । পাশাপাশি তিনি জানান, সমবায় ব্যাংকের 'স্বাস্থ্য' কী অবস্থায় রয়েছে সেই বিষয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে । যারা ওই ব্যাংকে টাকা রাখেন, তারা টাকা রাখার পরিমাণ কমিয়ে দিন । রাজ্য সরকার যেহেতু 'ভাঁড়ের মা ভবানী' সেই কারণে ওই ব্যাংকের টাকা তুলে নিয়েছে। তাই রাজ্য সরকারের যা অবস্থা, ওই ব্যাংকে টাকার গ্যারান্টি দিতে পারবে কি না জানি না । এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP state president Sukanta Majumdar) ।
আগামী 9 এবং 13 তারিখ বিজেপির কর্মসূচি নিয়ে মঙ্গলবার জেলা কমিটির সঙ্গে বৈঠকের পরে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন সুকান্ত । শুধু তাই নয়, এদিন শহরের একটি হোটেলে করা সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি পৌরসভা থেকে শুরু করে গরু পাচার, নদী থেকে বালিপাচার সমস্ত কিছু নিয়ে সরব হন তিনি । 2011 সাল থেকে পেনশন তহবিলে ভুয়ো বিল জমা করে টাকা তছরূপ করার ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলেও জানান সুকান্ত ।
নবান্ন অভিযানকে সামনে রেখেই মঙ্গলবার কোচবিহারে সাংগঠনিক বৈঠক করে রাতে জলপাইগুড়ি আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সমবায় ব্যাংকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "জলপাইগুড়িতে সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষন এবং দুর্নীতি চলছে । কেবল এখানেই নয়, রাজ্যে সমস্ত জেলায় সমবয় ব্যাংকে এই ঘটনা চলছে । শুধু তাই নয়, সমবয় ব্যাংকে যে টাকা ছিল সেটাও রাজ্য সরকার তুলে নিয়েছে। সুতরাং ওই ব্যাংকেরই 'স্বাস্থ্য' বিষয়ে আমার যথেষ্ট সন্ধিহান রয়েছে ।"