পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়লার মতোই মমতা কোনওদিন পরিষ্কার হবেন না : রাজু

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজু ব্যানার্জি ৷ সেখানে সাংবাদিকদের সামনে মমতাকে কয়লার সঙ্গে তুলনা করেন তিনি ৷

By

Published : Aug 14, 2019, 6:36 PM IST

Updated : Aug 14, 2019, 11:12 PM IST

রাজু ব্যানার্জি

জলপাইগুড়ি, 14 অগাস্ট : মমতাকে কয়লার সঙ্গে তুলনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি ৷ বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যতই ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন পরিষ্কার হবেন না ৷"

আজ জলপাইগুড়িতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজু ব্যানার্জি ৷ সেখানে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "আমাদের শক্তিবৃদ্ধি হয়েছে ৷ সেই শক্তি দিয়েছে আমাদের জনগণ ৷ আর তৃণমূলের শক্তি মানে মাফিয়া, সিন্ডিকেট, গুন্ডা ও পুলিশের একাংশ ৷ 'দিদিকে বলো' দিয়ে নিজেদের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু ব্যানার্জির বক্তব্য

সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন রাজু ৷ মমতাকে কটাক্ষ করে বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যত ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই কোনওদিন মমতা ব্যানার্জি পরিষ্কার হবেন না ৷ সেই ময়লাই থাকবে ৷ দিদি পশ্চিমবঙ্গজুড়ে আগুন লাগাচ্ছেন ৷ কারণ তাঁর ও ভাইপোর গদি বাঁচাতে হবে ৷ তাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে ৷ আমরা কাউকে ছাড়ব না ৷ দিদি ও দিদির ভাইদের বিরুদ্ধে আমরা তদন্ত করব ৷ দিদি বিপুল পরিমাণে কাটমানি খেয়ে নিচুতলার দিকে তা ঘুরিয়ে দিয়েছেন ৷ ক্ষমতা থাকলে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরুক ৷"

গতকাল ময়নাগুড়ির সাপ্টিবাড়ি পঞ্চায়েত দখল নিয়ে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ হয় ৷ অভিযোগ ওঠে, পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল ৷ এই প্রসঙ্গে BJP নেতা বলেন, "তৃণমূলের কিছু নেতা পুলিশের সাহায্য নিয়ে এলাকায় অশান্তি করছে ৷ আমরা এর আগেই বলেছি যেসব পুলিশ আধিকারিক তৃণমূলের দালালি করবে, ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে তদন্ত হবে ৷ দোষী প্রমাণিত হলে তাদের জেলের ভাত খাওয়াব ৷ কাউকে ছাড়ব না ৷ এমনিতেই পুলিশ কোথায় জিজ্ঞাসা করা হলে জনতা বলছে টেবিলের তলায় ৷ মমতা ব্যানার্জির পুলিশ এখন ফুলিশ হয়ে গেছে ৷ যে পুলিশ আধিকারিকরা কাটমানি খাওয়ার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তাঁদের বলছি শুধরে যান ৷ না হলে শুধরে দেব ৷ কোনও মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না ৷"

Last Updated : Aug 14, 2019, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details