জলপাইগুড়ি, 11 মার্চ: আলুর বন্ড (potato bonds) দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের (lathicharge on farmers) প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপির কৃষক সংগঠন । শনিবার আলু রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ দেখাল তারা । জলপাইগুড়ি ডিবিসি রোডে দলের পার্টি অফিসের সামনে রাস্তায় আলু ফেলে দিয়ে বিক্ষোভে সামিল হলেন কিষান মোর্চা ও বিজেপি কর্মীরা। হিমঘর থেকে আলুর বন্ড সুষ্ঠভাবে দেওয়ার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা ৷ তাতেই উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জুড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে ।
প্রতিবাদে শনিবার দীর্ঘক্ষণ বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ দেখায় । ফলে যানজটের সৃষ্টি হয় । আটকে পড়ে বহু গাড়ি ৷ জলপাইগুড়ি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, "প্রশাসনের গাফিলতিতে গতকাল জলপাইগুড়িতে বাহাদুরে একটি হিমঘরে কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয় । পুলিশ কৃষকদেরকে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ও লাঠিচার্জ করে । তৃণমূল নেতাদের পকেটে আলুর বণ্ড রয়েছে । আমরা চাই প্রত্যেক কৃষককে সুষ্ঠভাবে আলুর বণ্ড দেওয়া হোক ।" তৃণমূল কংগ্রেসের নেতাদের থেকে বণ্ড নিয়ে তা কৃষকদের দিতে হবে বলে দাবি করেন বিজেপি-র কিষান মোর্চার সভাপতি ।