পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: দু’টো বন্দে ভারত এক্সপ্রেস চলবে উত্তরবঙ্গ থেকে, রেলমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি সাংসদের

দু’টো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হবে উত্তরবঙ্গ থেকে ৷ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ও গুয়াহাটির দিকে চলবে এই ট্রেন ৷ প্রস্তুতি শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ৷ এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) ধন্যবাদ জানিয়েছেন জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্তকুমার রায় (BJP MP Jayanta Kumar Roy) ৷

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

By

Published : Dec 23, 2022, 7:47 PM IST

জলপাইগুড়ি, 23 ডিসেম্বর:দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলে ভারতের বিভিন্ন অংশে ৷ এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে বাংলারও ৷ শীঘ্রই হাওড়া (Howrah) ও নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) মধ্যে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ৷ সেই নিয়ে উচ্ছ্বসিত জলপাইগুড়ির সাংসদ বিজেপির জয়ন্তকুমার রায় (BJP MP Jayanta Kumar Roy) ৷ তিনি বলেন, ‘‘রেল মন্ত্রক থেকে ঘোষণা হয়েছে যে আগামী 30 ডিসেম্বর এই বহু কাঙ্খিত ভারতের অত্যাধুনিক বন্দে ভারত ট্রেন পরিষেবার উদ্বোধন হবে । যা শুনে আমি উচ্ছসিত ও আনন্দিত৷ সঙ্গে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তরবঙ্গের বাসিন্দাদের বহুকাঙ্ক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস শুধু যে হাওড়া ও এনজেপির মধ্যে চলবে, তা নয় ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্তও চলবে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়কে চিঠি দিয়ে একথা জানিয়ছেন ৷ শুক্রবার এমনই জানিয়েছেন ওই সাংসদ ৷

জয়ন্তকুমার রায়কে রেলমন্ত্রীর লেখা চিঠি

প্রসঙ্গত, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে (Northeast Frontier Railway) গড়ে 110 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ট্রেন চলে । বন্দে ভারত এক্সপ্রেস চলে সর্বোচ্চ 160 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে । ফলে এই ট্রেন চালু হলে অনেক সময়ে যাতায়াত সম্ভব ৷ যা যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী হয়ে উঠবে ৷ তাই এই নিয়ে প্রস্তুত হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে । উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "লাইনের গতি বৃদ্ধির কাজ শুরু হবে । প্রথম পর্যায়ে গতি বাড়িয়ে 130 কিলোমিটার করা হবে । বন্দে ভারত এক্সপ্রেসের জন্যই গতি বাড়ছে, এ ভাবে বলা সম্ভব নয় ।’’

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের প্রাথমিক সময়সূচি এবং স্টপও ঠিক করেছে রেল । ট্রেন এনজেপি থেকে সকালে ছেড়ে গুয়াহাটি পৌঁছবে দুপুরে এবং গুয়াহাটি থেকে বিকেলের আগে ছেড়ে এনজেপি (NJP) পৌঁছবে রাতে ।

একই ভাবে এনজেপি থেকে হাওড়ার সূচিও করা হয়েছে । বন্দে ভার‍ত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছেড়ে শুধুমাত্র মালদা ও বোলপুরে স্টপেজ দেবে ৷ এরপরেই হাওড়া গিয়ে থামবে । অন্যদিকে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত ট্রেনে গন্তব্যের মাঝে দু’টি স্টপ থাকতে পারে । রেলের দাবি, বন্দে ভারতের মতো ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং চালানোর পরিকাঠামো এনজেপি এবং গুয়াহাটি স্টেশনের রয়েছে । এদিকে বন্দে ভারত এক্সপ্রেসের গরুর ধাক্কা নিয়ে অস্বস্তিতে রেল । সেই সমস্যা দূর করতে রেললাইনের দুই ধারে ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা রয়েছে রেলের ।

জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, ‘‘রেলমন্ত্রী পশ্চিমবঙ্গে যে প্রথম আধুনিক বন্দে ভারত উপহার দিচ্ছেন, তাতে আমাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে ।’’ তাই তিনি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি তিনি বলেন, ‘‘সাংসদ হয়েই 2019-20 অর্থবর্ষে তৎকালীন রেলমন্ত্রী সঙ্গে রেল প্রতিমন্ত্রীকে আবেদন জানানোর সঙ্গে সংসদেও বিষয়টি তুলি । শুধু তাই নয় 2022-23 অর্থবর্ষেও সংসদে পুনরায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির বিষয়টি তুলি । রেলমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করি ।’’

রেলমন্ত্রীকে লেখা জয়ন্ত রায়ের লেখা চিঠি

আরও পড়ুন:নতুন বছরেই ছুটবে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details