জলপাইগুড়ি, 13 ডিসেম্বর : চা বলয়ের পরিবর্তে জলপাইগুড়ি শহরে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এই নিয়ে কটাক্ষ করছে বিরোধীরা ৷ তাদের বক্তব্য, চা বলয়ে মুখ্যমন্ত্রীর সভায় আর ভিড় হয় না ৷ তাই দুই জেলাকে নিয়ে কর্মীসভা করতে হচ্ছে তাঁকে । শেষবার 2019-এর সেপ্টেম্বরে সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে জলপাইগুড়ি এসেছিলেন মুখ্যমন্ত্রী । তবে শেষ কয়েক বছরে জলপাইগুড়িতে কোনও কর্মীসভা করেননি তিনি ৷ ফলে বিধানসভা নির্বাচনের আগে এই কর্মীসভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ।
14 ডিসেম্বর জলপাইগুড়ি শহরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 15 তারিখ কর্মীসভা করবেন শহরের এবিপিসি মাঠে । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুই জেলা মিলিয়ে এই সভা হবে । সুত্রের খবর, দুই জেলার তৃণমূল কংগ্রেসের নেতারা চা বলয়ে সভা করার প্রস্তাব দিয়েছিল । কিন্তু নবান্ন থেকে এই শহরের মাঠে সভা করার জন্য নির্দেশ দেওয়া হয় ৷ 14 ডিসেম্বর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে জলপাইগুড়ি আসবেন । রাতে পূর্ত দপ্তরের কুঠিতে থাকবেন তিনি । 15 তারিখ অরবিন্দ ব্যয়ামাগার পাঠাগার ও ক্লাবের মাঠে দুপুরের জনসভা করবেন । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী । তারপর বিকেলে কোচবিহার যাবেন তিনি ৷ পরের দিন কোচবিহারে সভা মুখ্যমন্ত্রীর ।