পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলাকা স্যানিটাইজ করে, খাবার পৌঁছে দিয়ে মানুষের পাশে ময়নাগুড়ির বিধায়ক - কোভিড-19

বিধায়ক কৌশিক রায় বলেন, ‘‘মানুষের প্রতি দায়বদ্ধতার থেকেই এটা করা । আমার বিধানসভার প্রতিটি মানুষ যাতে সুস্থ সবল থাকে । সেই চেষ্টাই করে যাব ।’’

এলাকা স্যানিটাইজ করে, খাবার পৌঁছে দিয়ে মানুষের পাশে ময়নাগুড়ির বিধায়ক
এলাকা স্যানিটাইজ করে, খাবার পৌঁছে দিয়ে মানুষের পাশে ময়নাগুড়ির বিধায়ক

By

Published : May 24, 2021, 6:55 PM IST

জলপাইগুড়ি, 24 মে : গেরুয়া পাঞ্জাবি পরে কাঁধে স্যানিটাইজার মেশিন স্প্রে করছেন এক ব্যক্তি । সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । এমন দৃশ্য দেখে হতবাক হয়েছিলেন ময়নাগুড়ির পেটকাটির বাসিন্দারা । কারণ, যিনি এই কাজ করছেন, তিনি ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় । স্যানিটাইজার মেশিন কাঁধে নিয়ে করোনা আক্রান্তের বাড়ির চারপাশে স্যানিটাইজ করলেন এই বিধায়ক । নব নির্বাচিত বিধায়কের এমন কাজে আপ্লুত স্থানীয় বাসিন্দারা ।

ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় এদিন ময়নাগুড়ির খাগড়াবাড়ির পেটকাটি এলাকায় করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রীও তুলে দেন ৷ পেটকাটি এলাকায় করোনা আক্রান্ত আটটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক ।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক অনুপ পাল বলেন, ‘‘আমরা করোনা আক্রান্তদের পাশে আছি । আমাদের বিধায়ক প্রতিদিনই বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন । দুঃস্থদের সাহায্য করছেন । আজও তিনি নিজেই স্যানিটাইজার স্প্রে মেশিন কাঁধে নিয়ে স্প্রে করেছেন । বিধায়কের উদ্যোগে ওই এলাকা আজ স্যানিটাইজ করা হল । যেখানে স্যানিটাইজ করার দরকার বিধায়ক উদ্যোগ নিয়ে তা করছেন । যেখানে দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দরকার, সেখানেও বিধায়ক খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ।’’

আরও পড়ুন :জলপাইগুড়ি পৌরসভা এলাকার ছোট ব্যবসায়ীদের ভ্যাকসিনেশনের প্রস্তুতি

বিধায়ক কৌশিক রায় বলেন, ‘‘মানুষের প্রতি দায়বদ্ধতার থেকেই এটা করা । আমার বিধানসভার প্রতিটি মানুষ যাতে সুস্থ সবল থাকে । সেই চেষ্টাই করে যাব ।’’

ABOUT THE AUTHOR

...view details