জলপাইগুড়ি, 6 জুলাই: শান্তিপূর্ণ ভোটের দাবিতে জেলা পুলিশ সুপারের দফতরে ধরনা দিলেন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। শাসকদল তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকদের অত্যাচার করার অভিযোগ উঠেছে । তারই প্রতিবাদে জেলা পুলিশ সুপারের দফতরে নির্যাতিতা মহিলারা এসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ।
এ দিন জলপাইগুড়ি জেলার নাথুয়া এলাকার বিজেপি সমর্থক ও প্রার্থীরা সাংসদ জয়ন্তকুমার রায়, বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীকে নিয়ে জেলা পুলিশ সুপারের দফতরে আসেন ৷ তাঁরা সুপারের সঙ্গে দেখা করেন । অভিযোগ, বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়াতে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে শাসকদল । রাত হলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি সমর্থকদের বাড়িতে আক্রমণ চালাচ্ছে । বাড়ি ঘর ভাঙচুর চালানো হচ্ছে ।
রীতা রায় অভিযোগ করেন, "আমরা রাতে ঘুমিয়ে ছিলাম । হঠাৎ রাতে আমাদের বাড়িতে আক্রমণ হয় । আমার স্বামীকে বাড়ি থেকে বের করে মারতে থাকে তৃণমূল কংগ্রেসের লোকেরা । আমরা চাই শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক । আমরা যেহেতু বিজেপিকে ভোট দেব তাই আমাদের ওপর অত্যাচার হচ্ছে ।" অন্যদিকে নাথুয়ার বাসিন্দা সবিতা রায় বলেন, "সারাদিন মাঠে কাজ করার পর বাড়িতে আসার পরেও আমাদের ওপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেস ও পুলিশ কর্মীরা ৷ আমার স্বামীকে মারধর করা হয় । আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক ।"