ধুপগুড়ি, 28 মার্চ : ধুপগুড়ির বিজেপির উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ। এই গ্রেফতারির ঘটনায় এলাকায় হইচই পড়ে যায় । পুলিশ সূত্রে খবর, গতকাল নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে তাঁকে গ্রেফতার করা হয় (BJP Leader arrested with firearms)।
বানারহাট থানার আইসি শান্তনু সরকার বলেন," আগ্নেয়াস্ত্র ও তাজা দুই রাউন্ড কার্তুজ-সহ তাকে আমরা গ্রেফতার করি ও আদালতে পাঠায় ৷ ধৃতের নাম মুকুল ঘোষ । তার বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায় । তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে"৷ তাঁকে গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানান, আইন আইনের পথে চলবে । তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে । এই সরকার ও প্রশাসনের ওপর তাদের বিন্দু মাত্র ভরসা নেই । রাজ্য জুড়ে বেছে বেছে শুধুমাত্র বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।