পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙন তৃণমূল শিবিরে, জলপাইগুড়িতে ফের পঞ্চায়েত দখল BJP - র - saptibari

সাপ্টিবাড়ি 2,পদমতি 1, পদমতি 2 - এর পর আজ সাপ্টিবাড়ি 1 নম্বর গ্রামপঞ্চায়েতও দখলে নিল BJP ।

ভাঙন তৃণমূল শিবিরে, জলপাইগুড়িতে ফের পঞ্চায়েত দখল BJP - র

By

Published : Jun 17, 2019, 9:33 PM IST

Updated : Jun 17, 2019, 10:59 PM IST

জলপাইগুড়ি, 17 জুন : ময়নাগুড়িতে পঞ্চায়েতের দখল নিল BJP । লোকসভা ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে জেতার পর BJP তে যোগদানের হিড়িক পড়েছে । ফলে ফের ভাঙন ধরল তৃণমূল শিবিরে ।

সাপ্টিবাড়ি 2, পদমতি 1, পদমতি 2 - এর পর আজ সাপ্টিবাড়ি 1 পঞ্চায়েতও দখলে নিল BJP । এই পঞ্চায়েতে মোট সদস্য 12 । আজ সাপ্টিবাড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে সাপ্টিবাড়ি পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, উপপ্রধান বিকাশ সাহা সহ 8 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেন । তাদের হাতে BJP - র পতাকা তুলে দেন দলের মণ্ডল সভাপতি বিরেন্দ্রনাথ শর্মা । ছিলেন জেলা কমিটির সদস্য বিজয় সেন ।

দেখুন ভিডিয়ো

একসময় তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 2 -এর সাপ্টিবাড়ি তৃণমূলের শক্তঘাঁটি ছিল । কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ময়নাগুড়ির বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা BJP-তে যোগ দিতে শুরু করেছেন ।

গত 6 জুন তৃণমূলে ভাঙন ঠেকাতে জলপাইগুড়ি যান অরূপ বিশ্বাস । যদিও বাঁচাতে পারেননি সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েত । তাঁর যাওয়ার আগেই সাপ্টিবাড়ি 2 পঞ্চায়েতের সদস্যরা যোগ দেন BJP-তে । এছাড়া এর আগে পদমতি 1 ও পদমতি 2 দখল করে BJP ।

Last Updated : Jun 17, 2019, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details