জলপাইগুড়ি , 20 মে : জলপাইগুড়িতে কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পরও সব দোকান পাট খুলে দেওয়া হচ্ছে । আসলে সামনে ইদের উৎসব ৷ তাই সকলকে খুশি করার জন্যই সব দোকান পাট খুলে দেওয়া হচ্ছে । আজ এমনই অভিযোগ করলেন BJP-র জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামী ।
ইদে দোকান খোলা ভোট ব্যাঙ্কের জন্য, অভিযোগ BJP-র জেলা সভাপতির - bjp district president protest against shop opening
জলপাইগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ এই পরিস্থিতিতে ইদে মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশে ভোট ব্যাঙ্কের জন্য রাজ্য সরকার দোকানপাট শর্ত সাপেক্ষে খুলে দিচ্ছে বলে অভিযোগ জানালেন BJP-র জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামী ।
![ইদে দোকান খোলা ভোট ব্যাঙ্কের জন্য, অভিযোগ BJP-র জেলা সভাপতির jalpaiguri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7282599-1096-7282599-1589995898546.jpg)
জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি এলাকার এক নার্সিং ছাত্রী কোরোনা ভাইরাসে আক্রান্ত । সম্প্রতি কলকাতা থেকে ফিরেছিলেন ৷ তিনি এখন জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর সংস্পর্শে আসা মানুষকে স্বাস্থ্য দপ্তর কোয়ারানটিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ পাশাপাশি তাঁর সহযাত্রীদের খবর নেওয়া হচ্ছে ৷ সহযাত্রীদের মধ্যে জলপাইগুড়ির দুইজন ,মালবাজার ,ধুপগুড়ি ও ময়নাগুড়ির ছাত্রী রয়েছে । তাঁদের কয়েকজনের লালারস আগেই সংগ্রহ করা হয়েছিল ৷ যাঁদের হয়নি তাঁদের সংগ্রহ করার কাজ চলছে ৷ আর এমন কোরোনা আবহের মধ্যেই জলপাইগুড়ি শহর ও শহরতলির আশপাশের দোকানপাট শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে । তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামী ।
তিনি অভিযোগ করেন, ''সামনে ইদ ৷ তাই কিছু মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশে ভোট ব্যাঙ্কের জন্য রাজ্য সরকার দোকানপাট শর্ত সাপেক্ষে খুলে দিচ্ছে । আমরা এর তীব্র বিরোধিতা করছি ।'' আগামীকাল জলপাইগুড়ির সমস্ত দোকানপাট শর্ত সাপেক্ষে কয়েক ঘণ্টা করে খুলে দেওয়া হবে বলে শহরে মাইকিং করে প্রচার করে দেওয়া হয়েছে । এদিকে , রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করেই সামাজিক দূরত্ব বজায় রেখেই শর্ত সাপেক্ষে দোকান খোলা হচ্ছে ।