পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP on Malbazar Accident: মালবাজারের দুর্ঘটনা নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য ও চাকরির দাবি বিজেপির

বিজয়া দশমীর দিন মালবাজারে হড়পা বানে আটজনের মৃত্যু হয় (Malbazar Flash Flood Accident) ৷ বিসর্জন চলাকালীন দুর্ঘটনাটি ঘটে ৷ এই নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি তুলল বিজেপি (BJP) ৷

By

Published : Oct 7, 2022, 7:09 PM IST

bjp-demands-10-lakhs-compensation-and-job-for-victims-keen-in-malbazar-accident
BJP on Malbazar Accident: মালবাজারের দুর্ঘটনা নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা সাহায্য ও চাকরির দাবি বিজেপির

জলপাইগুড়ি, 7 অক্টোবর : মালবাজারে হড়পা বানে মৃত্যুর ঘটনায় (Malbazar Flash Flood Accident) বিভিন্ন দফতরকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবি তুলল বিজেপি (BJP) ৷ শুক্রবার ওই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর এই দাবি করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন ।

তাঁর আরও দাবি, যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে । নদীতে খনন প্রক্রিয়ার ক্ষেত্রে কার অনুমতি নেওয়া হল ? সেক্ষেত্রে মহকুমা শাসক কেন দেখলেন না বিষয়টি ? এছাড়াও মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং তাঁদের পরিবারের একজন করে সরকারি চাকরি দিতে হবে ।

বিজেপির সাংবাদিক বৈঠক

এদিন ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির 9 সদস্যদের এই প্রতিনিধি দল (BJP Delegation Visit Malbazar) । পাশাপাশি ঘটনার শিকার এবং ঘটনা থেকে বেঁচে ফিরে আসা লোকজনদের থেকে ঘটনার সময়কার বিবরণও শোনেন তাঁরা । ঠিক কী হয়েছিল ওই সময় এবং কত লোক সেই সময় নদীতে ছিলেন, তাও খোঁজ নেন এই প্রতিনিধি দলের সদস্যরা ।

প্রতিনিধি দলের সদস্য তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা এদিন ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘পাহাড়ি এই নদীতে খনন প্রক্রিয়ার করে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা, যেখানে খনন করা হয়েছে তার 100 মিটারের মধ্যেই রেল এবং সড়ক সেতু রয়েছে । এতগুলো মানুষকে বিপদে ফেলা হয়েছে । প্রশাসন সর্তক থাকলে এই বিপত্তি ঘটত না ।’’

আরও পড়ুন :প্রশাসনিক ব্যর্থতাতেই মালবাজারের দুর্ঘটনা, দাবি শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details