জলপাইগুড়ি, 31 মার্চ : কোভিডের সময়ের দুর্নীতির তথ্য লোপাটের জন্যই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ভবনে আগুন লাগানো হয়েছে । এমনই অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী (Jalpaiguri Hospital Fire Issue )। তাঁর দাবি, কোভিডের সময়ে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দফতরে প্রচুর টাকা দিয়েছিল । সেই টাকা তছরূপ করা হয়েছে । এই তথ্যগুলো যাতে প্রকাশ্যে না আসে সেই কারণেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও গতকালের আগুন লাগার ঘটনায় কোনও নথি খোয়া যায়নি বলেই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার ।
বিজেপি দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে বাপী গোস্বামী অভিযোগ করে বলেন, "স্বাস্থ্য ভবনে আগুন লাগেনি । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । কোভিডের সময় কেন্দ্রীয় সরকার অর্থ পাঠিয়েছে সেই অর্থ নয়ছয় করা হয়েছে । বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনও তথ্য বাইরে না আসে । তৃণমূল কংগ্রেসের একাংশ স্বাস্থ্য দফতরের কর্মী ও এক চক্ষু বিশেষজ্ঞ এবং তাঁর সহযোগীরা এটা করছেন ।"