পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Hospital Fire Issue : দুর্নীতির প্রমাণ লোপাট করতেই জলপাইগুড়ি হাসপাতালে আগুন ! অভিযোগ বিজেপির - দুর্নীতির প্রমাণ লোপাট করতেই জলপাইগুড়ি হাসপাতালে আগুন !

কোভিডের দুর্নীতির তথ্য লোপাটের জন্যই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ভবনে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী (Jalpaiguri Hospital Fire Issue )।

BJP alleged that the Jalpaiguri hospital set on fire
জলপাইগুড়ি হাসপাতালে আগুন নিয়ে বিজেপির অভিযোগ

By

Published : Mar 31, 2022, 10:23 AM IST

জলপাইগুড়ি, 31 মার্চ : কোভিডের সময়ের দুর্নীতির তথ্য লোপাটের জন্যই জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ভবনে আগুন লাগানো হয়েছে । এমনই অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী (Jalpaiguri Hospital Fire Issue )। তাঁর দাবি, কোভিডের সময়ে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দফতরে প্রচুর টাকা দিয়েছিল । সেই টাকা তছরূপ করা হয়েছে । এই তথ্যগুলো যাতে প্রকাশ্যে না আসে সেই কারণেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও গতকালের আগুন লাগার ঘটনায় কোনও নথি খোয়া যায়নি বলেই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার ।

বিজেপি দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে বাপী গোস্বামী অভিযোগ করে বলেন, "স্বাস্থ্য ভবনে আগুন লাগেনি । আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । কোভিডের সময় কেন্দ্রীয় সরকার অর্থ পাঠিয়েছে সেই অর্থ নয়ছয় করা হয়েছে । বিভিন্ন নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে কোনও তথ্য বাইরে না আসে । তৃণমূল কংগ্রেসের একাংশ স্বাস্থ্য দফতরের কর্মী ও এক চক্ষু বিশেষজ্ঞ এবং তাঁর সহযোগীরা এটা করছেন ।"

আরও পড়ুন :Fire Blower Machine : জঙ্গলের শুকনো পাতার আগুন নেভাতে ভরসা ফায়ার ব্লোয়ার মেশিন

তাঁর আরও অভিযোগ, যিনি চোখের ডাক্তার তিনি করোনা বিশেষজ্ঞ হয়ে গেলেন । নাম না করে ডাঃ সুশান্ত রায়ের দিকেই আঙুল তুলেছেন বিজেপির সভাপতি । তিনি আরও জানান, কোভিডের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত না হয়ে যায়, তাই তদন্ত থেকে বাঁচতে তথ্য পুড়িয়ে দেওয়া হল । এভাবে বাঁচতে পারবে না । এই আগুনের আঁচ তাদেরও লাগবে । কোভিডের ব্যাপক দুর্নীতি করেছে এক তৃণমূলপন্থী চোখের চিকিৎসক, একাংশ স্বাস্থ্য কর্মী ও কিছু তৃণমূল নেতা ৷ কারণ হাসপাতালের যেখানে আগুন লেগেছে সেখানে কোভিডের প্রচুর নথি ছিল বলে বিজেপির কাছে খবর আছে । এই ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details