পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dhupguri Bye Election: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ - Suvendu Adhikari

BJP-TMC Star Campaigner Dhupguri Bye Election: আগামী 5 সেপ্টেম্বর জলপাইগুড়ি ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ সেই ভোটের জন্য বিজেপি 40 জন ও তৃণমূল কংগ্রেস 38 জনের নাম তারকা প্রচারক হিসেবে ঘোষণা করল ৷ তালিকায় দুই পক্ষেরই একাধিক হেভিওয়েটের নাম রয়েছে ৷

Dhupguri Bye Election
Dhupguri Bye Election

By

Published : Aug 19, 2023, 5:37 PM IST

জলপাইগুড়ি, 19 অগস্ট: ধূপগুড়ি বিধানসভা আসনের উপ-নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেস ও বিজেপি তারকা প্রচারকদের নাম ঘোষণা করল । বিজেপি 40 জন ও তৃণমূল কংগ্রেস 38 জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে ৷ সেই তালিকায় দু’পক্ষেরই একাধিক হেভিওয়েট নেতা-নেত্রীর নাম রয়েছে ৷ তালিকায় বিজেপির তরফে যেমন অমিত মালব্য থেকে মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের নাম রাখা হয়েছে, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়র মতো নেতারা প্রচার করবেন বলে উল্লেখ করা হয়েছে ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির ধূপগুড়ি আসনটি জিতেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায় ৷ সম্প্রতি অসুস্থ হয়ে তিনি ভরতি হন কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ ফলে ওই আসনটি ফাঁকা হয়ে যায় ৷ আগামী 5 সেপ্টেম্বর ওই আসনে উপ-নির্বাচন ৷ বিজেপির তরফ শহিদ সেনা জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসি রায়কে প্রার্থী করা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন নির্মলচন্দ্র রায় ৷ সিপিএমের হয়ে প্রার্থী হয়েছেন ঈশ্বরচন্দ্র রায় ৷

ধৃূপগুড়িতে প্রচারে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়৷ সঙ্গে গৌতম দেব৷

2021 সালের জয় উপ-নির্বাচনে ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে চমক দিয়েছে তারা ৷ তবে প্রচারেও যাতে কোনও ঢিলেমি না থাকে সেই দিকেও নজর রয়েছে গেরুয়া শিবিরে ৷ তাই 40 জনের নাম তারকা প্রচারক হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন:ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপি প্রার্থী বারামুলায় শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়

সেই তালিকায় রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান ও বাংলায় দলের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নাম রয়েছে চার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বারলা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের ৷ দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্য়ায়-সহ একাধিক সাংসদ৷ অগ্নিমিত্রা পাল, হিরণ চট্টোপাধ্য়ায়-সহ 18 জন বিধায়ক ৷ বাংলায় বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল, সহ-পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখের নাম রয়েছে ৷

ধৃূপগুড়িতে প্রচারে বিজেপি প্রার্থী তাপসী রায়৷

ওই আসনে 2021 সাল হার স্বীকার করেছিল তৃণমূল ৷ দু’বছর পর সেই হারের বদলা নিতে প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবিরও ৷ তাই তাদের প্রচারেও হেভিওয়েটের সংখ্যা অনেক ৷ তালিকায় নাম রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ এছাড়া ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়-সহ 15 জন মন্ত্রী প্রচার করবেন । কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়-সহ একাধিক সাংসদ প্রচারে নামবেন ৷ থাকবেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ, ঋতব্র‍ত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ৷

এছাড়া গ্রামের মানুষের মন রাখতে একঝাঁক অভিনেতা-অভিনেত্রী সাংসদ-বিধায়কদের দিয়ে প্রচার করা হবে । তালিকায় তিন সাংসদ দেব, মিমি ও নুসরতের নাম রয়েছে ৷ তারকা বিধায়ক সোহমও ধূপগুড়ির উপ-নির্বাচনের তৃণমূলের স্টার ক্যাম্পেনারদের অন্যতম ৷

আরও পড়ুন:এসএসকেএমে প্রয়াত ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, শোকের ছায়া বিজেপিতে

ABOUT THE AUTHOR

...view details