পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Flags Controversy: জলপাইগুড়িতে বিজেপির পতাকায় কন্ডোম, তৃণমূলকে দুষছে গেরুয়া শিবির - বিজেপি

জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ডিপোলাইনে বিজেপির পদ্ম পতাকায় কন্ডোম পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে ৷ তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির ৷ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ৷

BJP Flags Controversy
BJP Flags Controversy

By

Published : Jun 29, 2023, 3:45 PM IST

জলপাইগুড়িতে বিজেপির পতাকায় কন্ডোম পরানোর ঘটনায় তৃণমূলকে দুষছে গেরুয়া শিবির

জলপাইগুড়ি, 29 জুন: বিজেপির দলীয় পতাকায় কন্ডোম লাগানোর অভিযোগ উঠেছে জলপাইগুড়ির শিকারপুর চা বাগানের ডিপোলাইনে ৷ ওই এলাকা জলপাইগুড়ির রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা ফাঁড়ির অধীনে পড়ে ৷ বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ তার পর এই হইচই পড়ে ৷ বিজেপির অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূলের চক্রান্ত ৷ পুলিশ পতাকাটি বাজেয়াপ্ত করেছে ৷ বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বেলাকোবা ফাঁড়িতে । পুলিশ এই নিয়ে কিছু জানাতে চায়নি ৷ তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

পদ্ম-পতাকায় কন্ডোম নিয়ে বিজেপির বক্তব্য: বিজেপি নেতা নকুল দাসের অভিযোগ, ‘‘রাজগঞ্জ ব্লকের শিকারপুরের ডিপোলাইনের বুথে আমাদের দলীয় পতাকায় কন্ডোম লাগিয়ে দেওয়া হয়েছে । এমন জঘন্য নির্লজ্জতম কাজ তৃণমূল কংগ্রেসের বলে আমরা মনে করি । আজ সকালে ফোন করেন আমাদের নেতারা ৷ আমি এসে দেখি পতাকায় কন্ডোম লাগানো । পুলিশ ঘটনাস্থলে এসে পতাকা বাজেয়াপ্ত করেছে । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি ।’’

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে দল বদল, তৃণমূলকে হারাতে বিজেপিতে যোগ বাম প্রার্থীর

শিকারপুরের বিজেপি নেতা ইসমাইল কুজুর বলেন, ‘‘আমাদের পতাকায় ওপর কন্ডোম লাগিয়ে দেওয়া হয়েছে । এসব করা উচিত না । আমাদের এখানে বিজেপি ও তৃণমূল দল আছে । তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এটা করেছে বলে আমরা মনে করি । আমরা বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি । পুলিশ এসে পতাকাটি নিয়ে গিয়েছে ।’’

জলপাইগুড়ির বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ জানানোর পর বিজেপি নেতা-নেত্রীরা

শিকারপুরের 18/51 বুথের ডিপোলাইনের বিজেপি প্রার্থী অলকা কুজুর অভিযোগ বলেন, ‘‘আমাদের দলীয় পতাকায় নোংরা জিনিস লাগানো ছিল । পতাকাটি পুলিশ নিয়ে গিয়েছে । এটা ঠিক করেনি । আমাদের অবস্থা ভালো বলেই এমন কাজ করছে । আমি বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছি ।’’

আরও পড়ুন:তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন হামলায় জখম 5, কাঠগড়ায় বিজেপি

তৃণমূল কী বলছে:এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘‘এমন কাজ আমাদের কেউ করতে পারে না । আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ।’’

ABOUT THE AUTHOR

...view details