পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোরুমারাতে গ্রেপ্তার বাইসন শিকারী - Gorumara National Park

গোরুমারাতে বাইসন মারার অভিযোগে গ্রেপ্তার 1 ৷ ঘটনায় আরও জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Bison hunters arrested in Jalpaiguri
গোরুমারাতে গ্রেপ্তার বাইসন শিকারী

By

Published : Aug 21, 2020, 3:40 PM IST

জলপাইগুড়ি, 21 অগাস্ট : এক বাইসন শিকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গোরুমারা জাতীয় উদ্যানের ঘটনা ৷ ধৃতের নাম সোমরা মুণ্ডা ৷

বুধবার বিকেলে গোরুমারা জাতীয় জঙ্গলের ধুপঝোরা বিটে একটি বাইসনের দেহ দেখতে পান বনদপ্তরের কর্মীরা ৷ উদ্ধার হয় বাইসনের সিংও ৷ এরপরই শিকারীদের খোঁজ করার জন্য লাগানো হয় গোরুমারার স্নিফার ডগ অরল্যান্ডোকে ৷ তদন্তে নেমে ঘণ্টা খানেকের মধ্যেই কয়েক কিলোমিটার দূরে মিটেলি ব্লকের টিলাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে ৷

অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় কাঁচা ও রান্না করা মাংস ৷ ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ গোরুমারা বন্যপ্রাণী বিভাগের ADFO জন্মেঞ্জয় পাল বলেন, "মাস কয়েক আগে গরুমারা জাতীয় উদ্যানে বেলজিয়াম মেলিনস প্রজাতির এক স্নিফার ডগ কাজে যোগ দেয় ৷ আজ ওই স্নিপার ডগকে কাজে লাগিয়েই কাঁচা ও রান্না করা মাংস উদ্ধার করা হয়েছে ৷" অপরদিকে, ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details