পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইসন হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ নাগরাকাটায় - Jalpaiguri

মডেল ভিলেজের কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে বাইসনের মাংস খাওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ।

জলপাইগুড়ি
জলপাইগুড়ি

By

Published : Jan 24, 2021, 10:38 AM IST

জলপাইগুড়ি, 24 জানুয়ারি : বাইসন হত্যা করে মাংস কেটে নেওয়ার অভিযোগ উঠল ৷ জলপাইগুড়ির নাগরাকাটা এলাকার বামনডাঙা চা বাগানের মডেল ভিলেজের বাসিন্দাদের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্তে নামানো হয় স্নিফার ডগ ৷

আরও পড়ুন : ‘অসভ্য’ দর্শকরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, সমালোচনায় তৃণমূল

গতকাল মডেল ভিলেজের কাছে গোরুমারা জাতীয় উদ্যানে একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাইসন হাতির দেহ দেখতে পান বনকর্মীরা ৷ খবর দেওয়া হয় ডায়না ও গোরুমারা রেঞ্জের আধিকারিকদের ৷ বাইসনটির দেহ থেকে মাংস কেটে নেওয়া হয় বলে অভিযোগ ৷

তদন্তে নামানো হয় স্নিফার ডগ অরল্যান্ডোকে ৷ এরপরই মডেল ভিলেজের বাসিন্দাদের খোঁজ মেলে ৷ অভিযোগ, বাইসনটির মাংস কেটে নেওয়া হয়েছে ৷ এমনকী বাইসনের মাংস রান্না করে খাওয়ার অভিযোগ ওঠে ওই গ্রামের কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details