পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ হয়ে গেল বিন্নাগুড়ি চা বাগান

চা বাগানে মালিকপক্ষকে না জানিয়ে গত 10 ও 11 তারিখে কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ ।

Binnaguri tea garden was closed
বন্ধ হয়ে গেল বিন্নাগুড়ি চা বাগান

By

Published : Nov 14, 2020, 1:39 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর : দীপাবলির দিনেই বিষাদের সুর ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে । বাগান ছেড়ে চলে গেল বিন্নাগুড়ি চা বাগানের মালিকপক্ষ । কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1500 শ্রমিক । দীপাবলির আনন্দের মাঝেই চা বাগান বন্ধ হয়ে যাওয়ার খবরে বিপাকে শ্রমিকরা ।

মালিকপক্ষকে না জানিয়ে গত 10 ও 11 তারিখে কাজ বন্ধ করে দিয়ে এই চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ । দু'টি শ্রমিক সংগঠনের ছাতার তলায় এসে শ্রমিকরা এই আন্দোলন করেন। ফলে, ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ চা বাগান ছেড়ে চলে গেছে বলে মনে করা হচ্ছে । অভিযোগ, দুটি সংগঠন কর্মসংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে । শ্রমিকরা বিষয়টি লিখিত বা মৌখিকভাবে না জানিয়ে কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষতি হয়েছে চা বাগানের। এবং মালিকপক্ষ অপমানিত বোধ করেছে ।

মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই আন্দোলন করছিলেন । এই বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদ জানায় মালিকপক্ষ । তাদের দাবি, যেভাবে প্রতিবাদ আন্দোলন করা হয়েছে তা মেনে নেওয়া যায় না । ইতিমধ্যেই বিন্নাগুড়ি চা বাগানের পক্ষ থেকে নোটিস জেলাশাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details