পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিমল-রোশন বিদেশে, দাবি সরকারি আইনজীবীর ; হলফনামা পেশের নির্দেশ

বিমল গুরুং ও রোশন গিরি বিদেশে রয়েছেন বলে দাবি সরকারি আইনজীবীদের ৷ দাবির স্বপক্ষে হলফনামা পেশের নির্দেশ ৷

বিমল গুরুং

By

Published : Aug 26, 2019, 4:43 PM IST

জলপাইগুড়ি, 26 অগাস্ট : আবারও খারিজ হল বিমল গুরুং এবং রোশন গিরির আগাম জামিনের আবেদন ৷ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও সুরজিৎ মণ্ডল জানান, পাঁচ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে ৷

গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ 19 অগাস্ট এরকম 120টি মামলায় আগাম জামিনের শুনানি হয় ৷ নামঞ্জুর হয় সেই আবেদন ৷ এরপর আজ মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেন, দুই মোর্চা নেতাই দেশের বাইরে রয়েছেন ৷ তাই জামিনের আবেদন মঞ্জুর হলে তাঁরা মামলাগুলির পরবর্তী শুনানিতে হাজির থাকবেন না ৷ যদিও বিমলের আইনজীবীদের বক্তব্য, দুই নেতাই বর্তমানে দেশে রয়েছেন ৷ সওয়াল-জবাবের পর দুই পক্ষকেই তাঁদের দাবির স্বপক্ষে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সেজন্য দু'সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতিরা ৷

এই সংক্রান্ত আরও খবর :ফের জামিনের আবেদন খারিজ বিমল গুরুং, রোশন গিরির

পরে সরকার পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমাদের সূত্র অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়েছেন বিমল ও রোশন ৷ আগাম জামিন দেওয়া হলে তাঁদের মামলার শুনানিতে পাওয়া যাবে না ৷ "

ABOUT THE AUTHOR

...view details