জলপাইগুড়ি, ১৬ মার্চ : জলপাইগুড়ির বিদায়ী সাংসদ বিজয়চন্দ্র বর্মণ তাঁর এলাকা উন্নয়ন তহবিলের ২১ কোটি টাকা খরচ করেছেন বলে দাবি করলেন। তিনি বলেন, গত পাঁচ বছরে তিনি তাঁর এলাকায় ২৬১ টি উন্নয়নমূলক কাজ করেছেন।
তহবিলের ২১ কোটি টাকা খরচ করেছি : বিজয়চন্দ্র বর্মণ - development of jalpaigudi
জলপাইগুড়ির বিদায়ী সাংসদ বিজয়চন্দ্র বর্মণ তাঁর এলাকা উন্নয়ন তহবিলের ২১ কোটি টাকা খরচ করেছেন বলে দাবি করলেন। তবে তিনি বলেন, "ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে না পারার জন্য এখনও ৪ কোটি ৭৩ লক্ষ টাকা পাননি। এছাড়া ২ কোটি ৭৩ লক্ষ টাকার কাজের অনুমোদন হয়নি।"
বিজয়বাবু জানান, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে ৮৬ টি প্রকল্পে ৭,৩২,৩৮,৯৮৯ টাকা খরচ করেছেন। রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় ২৮ টি প্রকল্পে খরচ করেছেন ২,৭৪,৪২,৬১০ টাকা। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে ৩৭ টি প্রকল্পে খরচ করেছেন ৩,৩১,৪১,১৩২ টাকা। পাশাপাশি মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২৭ টি প্রকল্পে খরচ করেছেন ১,৭৯,৩৮,৪৬৩ টাকা। ধুপগুড়ি বিধানসভায় ২৪ টি প্রকল্পে খরচ করেছেন ২,৬৯,৫৬,৩৬৪ টাকা। মালবাজার বিধানসভায় ৪৯ টি প্রকল্পে খরচ করেছেন ৪,২৭,৩৭,৪৯৮ টাকা।
তবে তিনি বলেন, "ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে না পারার জন্য এখনও ৪ কোটি ৭৩ লক্ষ টাকা পাননি। এছাড়া ২ কোটি ৭৩ লক্ষ টাকার কাজের অনুমোদন হয়নি।"