শিলিগুড়ি, 7 অক্টোবর: হড়পা বানের জেরে সিকিমে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে ৷ মেঘ ভাঙা বৃষ্টির জেরে বন্য়া পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠেছে এই পড়শি এই পাহাড়ি রাজ্যে ৷ মৃতের সংখ্যা 20 পেরিয়ে গিয়েছিল গতকালই ৷ এখনও নিখোঁজ বহু ৷ চলছে উদ্ধার কার্য ৷ পরিস্থিতি নিয়ে টুইটে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ফুটবলার তথা হামরো সিকিম পার্টির সভাপতি বাইচুং ভুটিয়া ৷
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইচুং ভুটিয়া বলেন, "এখনও উদ্ধার কাজ চলছে । সামনেই পর্যটনের মরশুম । বাংলা ও সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ সেটা এখনও ঠিক হয়নি ৷ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা এখনও পর্যন্ত আগের মতো ঠিকঠাক করা যায়নি । কতদিন লাগবে জানা নেই । তবে যত তাড়াতাড়ি সব স্বাভাবিক হবে তত ভালো । পর্যটনই সিকিমের মূল ভিত্তি । ফলে যোগাযোগ ব্যবস্থাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাটাই আমাদের মূল লক্ষ্য । আমরা ভীষণ উদ্বেগে রয়েছি । কারণ আরও একটি হ্রদের পরিস্থিতিও নাকি খুব ঝুঁকিপূর্ণ ।"