জলপাইগুড়ি, 21 অক্টোবর: বাজেট কম, তা সত্ত্বেও প্রতিবারের মতো এবারও শ্যামা মায়ের আরাধনায় সামিল হয়েছে জলপাইগুড়ি ইন্দিরা গান্ধি কলোনির ভগত সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব (Bhagat Singh Sporting and Cultural Club)। এবছর তাদের পাঁচ বছরের পুজো (5th Year Kali Puja)। 2022-এর বিশেষ আকর্ষণ 'ভূতুড়ে হাসপাতাল'।
গতবারের তুলনায় দর্শনার্থীদের এবার আরও বেশি আনন্দ দেবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। গত বছর 'ভূত মহল' বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই ক্লাব। ক্লাবের খুদে সদস্যরাই সেজেছিল ভূত-পেত্নি। তাদের এই ভূত-পেত্নির অভিনয় পুজো মণ্ডপে আগত দর্শনার্থীদের মন জয়ও করেছিল বেশ ৷ পুজোর কয়েকদিন সারারাত ধরে দূর দুরান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসে তাদের এই 'ভূত মহল' উপভোগ করেন।
কালীপুজোয় বিশেষ আকর্ষণ 'ভূতুড়ে হাসপাতাল' এবারও তার ব্যাতিক্রম হবে না বলে জানালেন ক্লাব সম্পাদক সঞ্জয় সরকার। তিনি বলেন, "কালীপুজার এই চারদিন আগত দর্শনার্থীদের আনন্দ দিতে চাই। তাই গতবারের তুলনায় এবার আরও বেশি চমক দিতে আমাদের পুজো মণ্ডপ 'ভূতুড়ে হাসপাতাল'-এর আদলে তৈরি হবে। সেই পরিতক্ত হাসপাতালে থাকবে জীর্ণদশা, আসবাবপত্র, অপারেশন থিয়েটার, ভাঙা হুইল চেয়ার, এছাড়াও এই ভূতুড়ে হাসপাতালে থাকবে শাঁকচুন্নি। ক্লাব সদস্যরাই হাতে হাত লাগিয়ে তৈরি করবেন 'ভূতুড়ে হাসপাতাল' (Kali Puja 2022) । তেমনই ছোট থেকে বড় সব বয়সের ছেলেরাই মুখোশ পড়ে ভূত-পেত্নি সাজবেন ৷" আর এই থিম এবারের আগত দর্শনার্থীদের আনন্দ দেবেন বলে জানান তিনি।
আরও পড়ুন:দীপাবলিতে নিউইয়র্কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা