জলপাইগুড়ি, 30 জুলাই : জঙ্গল থেকে হাতি বেরিয়ে লোকালয়ে এসে ক্ষতি করছে । এবার হাতিদের যাতায়াতের করিডর (Elephant Corridor) উদ্ধারে পদক্ষেপ করল বন দফতর (Forest Department) । আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার চা-বাগান এলাকায় হাতির করিডর তৈরি করা হচ্ছে । চা-বাগানের হাতির যাতায়াতের জন্য করিডরে ফেন্সিং দেওয়া হচ্ছে । জলপাইগুড়ি জেলাতে পাঁচটি হাতির করিডর চিহ্নিত করা হচ্ছে । ব্যাটারিচালিত ফেনসিং দেওয়া হবে । জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে সঙ্গে নিয়ে অ্যাডিশনাল পিসিসিএফের সঙ্গে আলোচনা করে করিডর তৈরির কাজ করতে৷ শনিবার এই কথা জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Bengal Minister Jyotipriya Mallick) ৷
এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বনদফতর, জেলাশাসক, পুলিশ সুপার-সহ জন প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন । মন্ত্রী বলেন, ‘‘জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অনেক জায়গায় বিশেষ করে চা-বাগানে ধারালো ব্লেড দিয়ে দেওয়া বেড়া খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । বন্যপ্রাণী আইন অনুযায়ী, এই ব্লেড লাগানো যায় না । সব জায়গায় এই ব্লেডের ঘেরা খুলে দেওয়ার কথা বলা হয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা জেলাশাসককে বলেছি বিষয়টি দেখার জন্য । এছাড়া নেপালে হাতি ঢুকতে পারছে না ফলে হাতি নিচে এসে ক্ষয়ক্ষতি করছে ৷ আমরা নেপাল সরকারের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি । আমাদের বনবিভাগের দল আগে কথা বলবে । আমরা এবার থেকে থেকে জঙ্গলের বাংলোর সব বুকিং অনলাইনে করে দিয়েছি । আগামী তিনমাসের মধ্যে সমস্ত টাওয়ারগুলো মেরামত করা হবে । এবং বাংলোগুলোও ঠিক করা হবে ।’’