জলপাইগুড়ি, 31 মার্চ : জলপাইগুড়িতে 17 এপ্রিল নির্বাচন ৷ তার আগে মালবাজারের বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে পদযাত্রা করেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ক্রান্তি রোড, চৌপথী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে ভোটপ্রার্থনা করেন তিনি ৷ এরপর তিনি মালবাজার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রায় অংশ নেন ৷
পদযাত্রায় অংশ নিয়ে প্রহ্লাদ বলেন, " অমিত শাহ তো আগেই বলে দিয়েছেন এবার বাংলায় বিজেপি 200 টিরও বেশি আসনে জিতবে ৷ উত্তরবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করছে তাতে উত্তরবঙ্গের প্রতিটি আসনে বিজেপির জয় নিশ্চিত ৷ "
অন্যদিকে চাবাগানের শ্রমিকদের বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করার জন্য তৃণমূল সুপ্রিমো বারবার নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছেন ৷ সেই বিষয়েই প্রহ্লাদ বলেন, " চা বাগানের মানুষের জন্য যদি কেউ কিছু করে থাকে তা মোদি করেছেন। চা বাগানের উন্নয়নের জন্য উনি ১ হাজার কোটি টাকা দিয়েছেন ৷ "