পশ্চিমবঙ্গ

west bengal

মালবাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে পদযাত্রা প্রহ্লাদের

By

Published : Mar 31, 2021, 7:07 PM IST

আজ মালবাজারের বিজেপি প্রার্থীর সমর্থনে জলপাইগুড়িতে পদযাত্রা করেন প্রহ্লাদ সিং প্যাটেল ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেমন তিনি ভারতীয় জনতা পার্টির প্রশংসা করেন , তেমনই মালবাজারের বিজেপি প্রার্থীকে নির্বাচনে জয়ী করারও আবেদন করেন ৷

প্রহ্লাদ সিং প্যাটেল
প্রহ্লাদ সিং প্যাটেল

জলপাইগুড়ি, 31 মার্চ : জলপাইগুড়িতে 17 এপ্রিল নির্বাচন ৷ তার আগে মালবাজারের বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে পদযাত্রা করেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ক্রান্তি রোড, চৌপথী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপি প্রার্থী মহেশ বাগের সমর্থনে ভোটপ্রার্থনা করেন তিনি ৷ এরপর তিনি মালবাজার বাসস্ট্যান্ড থেকে পদযাত্রায় অংশ নেন ৷

পদযাত্রায় অংশ নিয়ে প্রহ্লাদ বলেন, " অমিত শাহ তো আগেই বলে দিয়েছেন এবার বাংলায় বিজেপি 200 টিরও বেশি আসনে জিতবে ৷ উত্তরবঙ্গের মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করছে তাতে উত্তরবঙ্গের প্রতিটি আসনে বিজেপির জয় নিশ্চিত ৷ "

অন্যদিকে চাবাগানের শ্রমিকদের বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত করার জন্য তৃণমূল সুপ্রিমো বারবার নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলেছেন ৷ সেই বিষয়েই প্রহ্লাদ বলেন, " চা বাগানের মানুষের জন্য যদি কেউ কিছু করে থাকে তা মোদি করেছেন। চা বাগানের উন্নয়নের জন্য উনি ১ হাজার কোটি টাকা দিয়েছেন ৷ "

মালবাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে পদযাত্রা প্রহ্লাদের

পদযাত্রার মাঝে যেটুকু সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ততটুকু সময়ই তিনি একদিকে যেমন মোদি এবং ভারতীয় জনতা পার্টির প্রশংসা করেছেন তেমনই মালবাজারের বিজেপি প্রার্থীকে জেকানোর জন্য প্রার্থনাও করেছেন ৷

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে পদযাত্রায় ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত রায়, বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী, নাগরাকাটার প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা সহ অন্যান্যরা।

আরও পড়ুন :নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details