পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকাল থেকেই বুথের বাইরে লাইন মালবাজারের ভোটারদের - জলপাইগুড়ি

গতকালের ব্যাপক ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জলপাইগুড়ির বুথকেন্দ্র গুলি ৷ তার মধ্যেও সকাল সকাল মালবাজার মহকুমার বুথ গুলির বাইরে দেখা গেল ভোটারদের লাইন ৷

সকাল থেকেই বুথের বাইরে লাইন মালবাজারের ভোটারদের
সকাল থেকেই বুথের বাইরে লাইন মালবাজারের ভোটারদের

By

Published : Apr 17, 2021, 11:36 AM IST

মালবাজার, 17 এপ্রিল : আজ পঞ্চম দফার ভোট ৷ জলপাইগুড়ির 7টি আসনে হচ্ছে ভোট গ্রহণ ৷ ভোটের আগেই গতরাতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন হয়ে গিয়েছে বহু বুথে ৷ ঝড়ের প্রকোপে ছিঁড়ে গিয়েছে মালবাজার মহকুমার বিভিন্ন বুথের প্লাস্টিকের ছাউনি ৷ তাও ভোটদানে ভাটা পড়েনি এতটুকু ৷ সকাল থেকেই বিভিন্ন বুথের বাইরে লাইন দিয়েছেন ভোটাররা ৷

গতকালের ব্যাপক ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বুথ কেন্দ্র গুলি ৷ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভুবন মোহন প্রাথমিক বিদ্যালয়ে 18/143 নম্বর বুথ ঝড়-বৃষ্টির পর থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ৷ সেই অবস্থাতেও ভোটকর্মীদের মোমবোতি জ্বালিয়ে ভোটের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল ৷ আলোর সমস্যা রয়েছে জেলার বেশকিছু মহিলা ভোটগ্রহণ কেন্দ্রেও ৷

সকাল থেকেই বুথের বাইরে লাইন মালবাজারের ভোটারদের

ঝড় বৃষ্টির কারণে কার্যত লন্ডভন্ড জেলার বিভিন্ন এলাকা ৷ তার মধ্যেও সকাল সকাল মালবাজার মহকুমার বুথ গুলির বাইরে দেখা গেল ভোটারদের লাইন ৷ সবাই তাড়াতাড়ি ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে চান ৷ কারণ আকাশের অবস্থা ভাল নয় । রয়েছে বৃষ্টির সম্ভাবনা ।

আরও পড়ুন :ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোমবাতির আলোতেই কাজে ব্যস্ত ভোটকর্মীরা

ABOUT THE AUTHOR

...view details