পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার - বিজেপি

সিপিএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করার পর থেকেই দলের অন্দরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল । তাকে প্রার্থী করায় সম্প্রতি জেলার প্রাক্তন সভাপতি নৃপেন দাস, জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদক অলোক সেন ক্ষোভ প্রকাশ করেছেন । তার পরই শুক্রবার রাতে বিধান মার্কেট, মিলনপল্লি, হিলকার্ট রোড, সেবক রোড সহ শহরের একাধিক জায়গায় শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পরে ।

বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ
বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

By

Published : Mar 20, 2021, 1:31 PM IST

শিলিগুড়ি, 20 মার্চ : শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরের পাশাপাশি রাজনৈতিক মহলে । পোস্টারে লেখা "ছাত্র আন্দোলনের কলঙ্ক শঙ্কর ঘোষকে একটিও ভোট নয় ।" এমনকি ২০০৩ সালে শিলিগুড়ি হিন্দি হাইস্কুলের সামনে বাম ছাত্র নেতা সোনু প্যাটেলকে খুনের ঘটনায় শঙ্কর ঘোষকেই দায়ী করা হয়েছে ওই পোস্টারে ।

সিপিএম ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে শঙ্কর ঘোষকে বিজেপি প্রার্থী করার পর থেকেই দলের অন্দরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল । তাকে প্রার্থী করায় সম্প্রতি জেলার প্রাক্তন সভাপতি নৃপেন দাস, জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদক অলোক সেন ক্ষোভ প্রকাশ করেছেন । তার পরই শুক্রবার রাতে বিধান মার্কেট, মিলনপল্লি, হিলকার্ট রোড, সেবক রোড সহ শহরের একাধিক জায়গায় শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পরে ।

বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার শিলিগুড়িতে

আরও পড়ুন :ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে

ঘটনায় অভিযোগের তীর বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে । যদিও এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, "রাতে অন্ধকারে মানুষের চোখের আড়ালে পোস্টারে লাগানো মানেই যে সেটা সত্যি নয় । তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো ।"

ABOUT THE AUTHOR

...view details