জলপাইগুড়ি, 11 এপ্রিল : খেলা হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে । তবে নো বুলেট,শুধুই ব্যালট । এদিন টিয়াবনের সভা থেকেই একথা বললেন তৃণমূল নেত্রী ৷
রবিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের টিয়াবনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মালবাজার এবং নাগরাকাটা দুই বিধানসভার দুই প্রার্থীর প্রশংসা করেন মমতা বন্দ্য়োপাধ্যায় । এদিন শীতলকুচির ঘটনা উল্লেখ করেন তিনি ৷ ভোটের নামে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গণতন্ত্রকে হত্যা করানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি । মঞ্চ থেকে তিনি অমিত শাহকে ধিক্কার জানান । শীতলকুচির ঘটনার পর কমিশনের তরফে 72 ঘণ্টা রাজনৈতিক নেতাদের কোচবিহারে প্রবেশ নিষেধ করা হয়েছে ৷ সেই কারণে তৃণমূল নেত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেননি ৷ কিন্তু ভিডিয়ো কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ কিন্তু নিষেধাজ্ঞা উঠলেই 14 তারিখ তিনি শীতলকুচি যাবেন বলে জানিয়ে দেন ৷