পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণতন্ত্রের হত্য়া, নাগরাকাটার সভা থেকে শাহকে ধিক্কার মমতার - khela hobe]

এদিন শীতলকুচির ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘‘ভোটের নামে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গণতন্ত্রকে হত্যা করানো হয়েছে ৷’’ মঞ্চ থেকে তিনি অমিত শাহকে ধিক্কার জানান ৷

নাগরাকাটা সভায় মমতা বন্দ্য়োপাধ্যায়
নাগরাকাটা সভায় মমতা বন্দ্য়োপাধ্যায়

By

Published : Apr 11, 2021, 5:05 PM IST

জলপাইগুড়ি, 11 এপ্রিল : খেলা হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে । তবে নো বুলেট,শুধুই ব্যালট । এদিন টিয়াবনের সভা থেকেই একথা বললেন তৃণমূল নেত্রী ৷

রবিবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের টিয়াবনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মালবাজার এবং নাগরাকাটা দুই বিধানসভার দুই প্রার্থীর প্রশংসা করেন মমতা বন্দ্য়োপাধ্যায় । এদিন শীতলকুচির ঘটনা উল্লেখ করেন তিনি ৷ ভোটের নামে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গণতন্ত্রকে হত্যা করানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি । মঞ্চ থেকে তিনি অমিত শাহকে ধিক্কার জানান । শীতলকুচির ঘটনার পর কমিশনের তরফে 72 ঘণ্টা রাজনৈতিক নেতাদের কোচবিহারে প্রবেশ নিষেধ করা হয়েছে ৷ সেই কারণে তৃণমূল নেত্রী নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেননি ৷ কিন্তু ভিডিয়ো কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ কিন্তু নিষেধাজ্ঞা উঠলেই 14 তারিখ তিনি শীতলকুচি যাবেন বলে জানিয়ে দেন ৷

এরপর তিনি চা বাগানের বিষয় উল্লেখ করেন ৷ বিজেপি ক্ষমতায় এলে চা বাগান খুলে দেবে বলেছিল, কিন্তু তা তারা খোলেনি । এনিয়ে বিজেপিকে খোঁচা দেন তিনি ৷ তৃণমূল 20টি চা বাগান খুলে দিয়েছে বলে দাবি করেন মমতা ৷ সাধারণ মানুষকে ভোটের পর বিডিও অফিসে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি ৷ বুলুচিক বরাইক, যোশেফ মুন্ডা জিতে গেলে তপশিলি এবং মহিলাদের হাত খরচ দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷

নাগরাকাটা সভায় মমতা বন্দ্য়োপাধ্যায়

আরও পড়ুন : আনন্দ বর্মণের মৃত্যুতে নীরব কেন, মমতার বিরুদ্ধে সরব অমিত

এদিনের সভায় তিনি বলেন, ‘‘ভোট দিয়ে পরাস্ত করে খেলা হবে । আমার পা ভাঙা তবু একমাস ধরে মিটিং করে যাচ্ছি । আমি লড়াই করছি, বিজেপিকে জিততে দেওয়া যাবে না ।’’

ABOUT THE AUTHOR

...view details