জলপাইগুড়ি, 5 এপ্রিল : সংযুক্ত মোর্চার সরকার গড়লে 'ন্যায়' প্রকল্পে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে সাহায্য দেওয়া হবে । আজ জলপাইগুড়িতে একথা ঘোষণা করেন অধীর চৌধুরী ৷
এদিন জলপাইগুড়ি সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে ঘুঘুডাঙ্গাতে জনসভা ছিল অধীর চৌধুরীর । সভায় অধীর জানান, সিপিএম-কংগ্রেস-আইএসএফ ক্ষমতায় এলে নূন্যতম আয়ের প্রকল্প 'ন্যায়' প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে দেওয়া হবে । অধীরের কথায়, ‘‘সাধারণ মানুষের রুটিরুজির পরিবর্তন করতে হলে মানুষকে নগদ অর্থ দিতে হবে । আমরা সংযুক্ত মোর্চাকে প্রস্তাব দিয়েছি । নূন্যতম আয় প্রকল্পের আওতায় নগদ টাকা দিতে চাই মানুষকে । পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা বলছেন গরিবি মেটাতে নগদ টাকা প্রয়োজন । ছত্তিশগড় এই প্রকল্প চালু করেছে ।’’