জলপাইগুড়ি, 9 এপ্রিল : ভোটের কাজে বাস তুলে নেওয়ায় সমস্য়ায় জলপাইগুড়ির বাসিন্দারা ৷ তার সঙ্গে ভোট দিতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসায় বাসগুলিতে বাড়ছে ভিড় ৷ একপ্রকার ঝুলতে ঝুলতে যাতায়াত করছেন নিত্য়যাত্রী থেকে শ্রমিকরা।
আলিপুরদুয়ার জেলার চা বলয়ের ও কোচবিহার জেলার বিভিন্ন গ্রামের অনেকেই রুটি রুজির টানে কেরলা, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম সহ অন্য রাজ্যে কাজ করেন। আগামীকাল ওই দুই জেলায় ভোটগ্রহণ। এদিকে নির্বাচনের কাজের জন্য জেলার বাস তুলে নেওয়া হয়েছে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপাকে পড়েছেন। হাতেগোনা কয়েকটা বাস চলাচল করলেও যাত্রী প্রচুর থাকায় কার্যত ঝুলতে ঝুলতে যাতায়াত করতে হচ্ছে।