পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিল বাস, বাদুড়ঝোলা অবস্থা যাত্রীদের - assembly election 2021

আলিপুরদুয়ার জেলার চা বলয়ে ও কোচবিহার জেলার বিভিন্ন গ্রামের অনেকেই রুটি রুজির টানে কেরলা, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম সহ অন্য রাজ্যে কাজ করেন। আগামীকাল ওই দুই জেলায় ভোটগ্রহণ। এদিকে নির্বাচনের কাজের জন্য জেলার বাস তুলে নেওয়া হয়েছে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপাকে পড়েছেন।

Jalpaiguri
বাদুড়ঝোলা অবস্থা যাত্রীদের

By

Published : Apr 9, 2021, 4:30 PM IST

জলপাইগুড়ি, 9 এপ্রিল : ভোটের কাজে বাস তুলে নেওয়ায় সমস্য়ায় জলপাইগুড়ির বাসিন্দারা ৷ তার সঙ্গে ভোট দিতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে আসায় বাসগুলিতে বাড়ছে ভিড় ৷ একপ্রকার ঝুলতে ঝুলতে যাতায়াত করছেন নিত্য়যাত্রী থেকে শ্রমিকরা।

আলিপুরদুয়ার জেলার চা বলয়ের ও কোচবিহার জেলার বিভিন্ন গ্রামের অনেকেই রুটি রুজির টানে কেরলা, রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম সহ অন্য রাজ্যে কাজ করেন। আগামীকাল ওই দুই জেলায় ভোটগ্রহণ। এদিকে নির্বাচনের কাজের জন্য জেলার বাস তুলে নেওয়া হয়েছে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপাকে পড়েছেন। হাতেগোনা কয়েকটা বাস চলাচল করলেও যাত্রী প্রচুর থাকায় কার্যত ঝুলতে ঝুলতে যাতায়াত করতে হচ্ছে।

আরও পড়ুন-ইটালিয় জাহাজের কর্মীর গুলিতে মৃত দুই মৎস্য়জীবী, ন'বছর পর ক্ষতিপূরণ

বিশেষ করে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করেন তাঁরা ভোট দিতে বাড়ি ফিরছেন ৷ তাঁদের কথায়, পাঁচ বছরে একবার করে এই সুযোগ আসে। তাই কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না।

এদিকে ভিড় বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন রোগীরা ৷ ভিড় বাসা যাতায়াত করতে বেশ সমস্য়া হচ্ছে তাঁদের ৷ বাসের সংখ্য়া কমে যাওয়ায় অনেকেই গুরুত্বপূর্ণ কাজে যেতে পারছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details