পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: বিচারাধীন বিষয় বলে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন এড়ালেন মুখ্যমন্ত্রী - মালবাজারের দুর্ঘটনা

মঙ্গলবার মালবাজারে হড়পা বানে নিহতদের পরিবারের হাতে সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ পরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানে বিচারাধীন বিষয় বলে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন এড়ালেন মুখ্যমন্ত্রী ৷

Bengal CM Mamata Banerjee bypasses questions on job seekers protest in Kolkata as the case is subjudice
Mamata Banerjee: বিচারাধীন বিষয় বলে চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন এড়ালেন মুখ্যমন্ত্রী

By

Published : Oct 18, 2022, 8:12 PM IST

মালবাজার (জলপাইগুড়ি), 18 অক্টোবর: চাকরিপ্রার্থীদের আন্দোলনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷ একদিকে কলকাতার গান্ধিমূর্তির পাদদেশ-সহ একাধিক জায়গায় যেমন চলছে অবস্থান-আন্দোলন, তেমনই সোমবার থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ধরনায় বসেছেন 2014 টেট উত্তীর্ণরা ৷ এই পরিস্থিতি সামগ্রিক বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কী মনে করছেন ?

এই প্রশ্নই মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে ৷ কিন্তু তিনি এই বিষয়ে সেভাবে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ বরং আদালতের বিচারাধীন বিষয় বলে পুরোটা এড়িয়ে যান ৷ তিনি বলেন, ‘‘এসব নিয়ে আমি কিছু বলছি না ৷ এটা বিচারাধীন ৷ আদালতে গিয়ে জিজ্ঞাসা করো ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে মামলা হয়েছে ৷ সেই মামলায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেয় ৷ আর্থিক লেনদেনের বিষয়টি জড়িয়ে থাকায় তদন্তে নেমেছে ইডিও (ED) ৷ ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন ৷ সেই তালিকায় তৃণমূলের হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্যরা রয়েছেন ৷

প্রসঙ্গত, সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এবারের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷ যা শুরু হয়েছে জলপাইগুড়ির মালবাজার দিয়ে ৷ চলতি মাসের শুরুতে বিজয়া দশমীর রাতে বিসর্জন চলাকালীন মালবাজারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ মাল নদীতে হড়পা বানে মৃত্যু হয় আটজনের (Malbazar Flash Flood Accident) ৷ আহত হন অনেকে ৷ সোমবার মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করেন ৷

মঙ্গলবার মালবাজারের দুর্ঘটনায় (Malbazar Accident) নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নিহতদের পরিবার ও উদ্ধারকারীদের হাতে সাহায্য তুলে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরির অফার লেটার তুলে দেন ৷ এছাড়া যাঁরা উদ্ধার করেছিলেন, সেই সাতজনকেও এদিন মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রীর ৷ তাঁদের কয়েকজনকে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) কাজের প্রতিশ্রুতি দেন ৷ কয়েকজনকে অন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি ৷ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি ৷ এছাড়া ওই সাতজনকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেন তিনি ৷ তাছাড়া ওই হড়পা বানের দুর্ঘটনা নিয়ে তদন্তের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:বিধায়কের অনুরোধেই থেকেছেন, ফার্ম হাউজ বিতর্কে বললেন মমতা

ABOUT THE AUTHOR

...view details