পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal civic polls 2022: একই পরিবারের 2 বৌমা প্রার্থী, ভোটারদের ধন্ধ কাটাতে পোস্টারে হাজির স্বামী

একই পরিবারের 2 বৌমা (two daughter in laws of same family are candidates) এ বারের পৌরসভা নির্বাচনে প্রার্থী (Bengal civic polls 2022)৷ জলপাইগুড়ির (Jalpaiguri news) 4 নং ওয়ার্ডে তাঁদের নিয়ে ভোটারদের মনে যাতে কোনও ধন্ধ না থাকে, সে জন্য পোস্টারে স্বামীর ছবি দিয়ে পরিচিত করানো হচ্ছে প্রার্থীকে ৷

Bengal civic polls 2022
একই পরিবারের 2 বৌমা প্রার্থী, ভোটারদের ধন্ধ কাটাতে পোস্টারে হাজির স্বামী

By

Published : Feb 22, 2022, 6:39 PM IST

Updated : Feb 22, 2022, 9:39 PM IST

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি: একই পরিবারের দুই বৌমা প্রার্থী (two daughter in laws of same family are candidates)। আর এতেই বিপত্তি । প্রার্থী স্ত্রী'র সঙ্গে পরিচয় করাতে তাঁর ছবির পাশে স্বামীর ছবি দিয়ে পোস্টারিং করতে হচ্ছে জলপাইগুড়িতে (Jalpaiguri news)। একই বাড়ির দুই বৌমার লড়াইয়ে জমজমাট 4নং ওয়ার্ডের ভোটের লড়াই । তৃণমূল কংগ্রেস প্রার্থী সরিতা প্রসাদ শাহ গুপ্তা ও কংগ্রেসের প্রার্থী মীরা শাহের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে ভোট প্রচার জমে উঠেছে ।

পৌরসভা নির্বাচনে (Bengal civic polls 2022) প্রার্থী সরিতা প্রসাদ শাহ গুপ্তা বিদায়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নিপু শাহের স্ত্রী । এ বারের পৌরসভার ভোটে সরিতার বিরুদ্ধে প্রার্থী তাঁরই বৌদি মীরা শাহ । তিনি জলপাইগুড়ি পৌরসভার কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর জয় প্রকাশ শাহের স্ত্রী । মীরা ও সরিতা সম্পর্কে দুই জা । দুই প্রার্থী তাঁদের প্রচারে স্বামীর ছবি দিয়েই নিজের পরিচয় দিচ্ছেন । দুই প্রার্থীর কেউই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না । তবে তাঁদের স্বামীদের রাজনৈতিক পরিচিতি আছে । ফলে স্বামীর পরিচয় নিয়ে স্ত্রীরা পরিচিত হচ্ছেন ৷

কংগ্রেস প্রার্থী মীরা শাহের স্বামী জয় প্রকাশ শাহ দুবারের কাউন্সিলর । সেই পরিচয় দিয়ে ছবি ছাপিয়ে পোস্টারিং করা হচ্ছে । অন্যদিকে, বিদায়ী তৃণমূল কাউন্সিলর নিপু শাহের ছবি ছাপিয়ে সরিতা দেবীর সমর্থনে প্রচার করা হচ্ছে ।

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পৃথক ইস্তেহার

কংগ্রেস প্রার্থী মীরা শাহের ছেলে হর্ষ শা জানালেন, "আমার বাবা দুবারের কাউন্সিলর । বাবাকে সবাই চেনেন । তাই বাবার পরিচিতিটাকেই আমরা কাজে লাগাতে চাইছি । বাবার ছবির সঙ্গে মায়ের ছবি দিয়ে প্রচার চালাচ্ছি । আর আমরাই আগে এই পোস্টার ছাপিয়েছি । এরপর তৃণমূল প্রার্থীর প্রচারে আমাদের দেখাদেখি পোস্টার ছাপানো হয়েছে ।"

এ দিকে সরিতা প্রসাদ শাহ গুপ্তার স্বামী তথা বিদায়ী কাউন্সিলর নিপু শাহ বললেন, "আমার একটা পরিচিতি আছে । আমি সক্রিয় রাজনীতিতে থাকলেও আমার স্ত্রী তা ছিলেন না । একই পরিবারের দুই বৌ দাঁড়িয়েছে, তাই আমার ছবি দিয়ে পোস্টার করে স্ত্রীর হয়ে প্রচার করছি । নিপুর বক্তব্য, কে কার বৌ যাতে ভোটাররা ভুল না করেন, তাই এই ভাবে প্রচার করা হচ্ছে ।"

জলপাইগুড়ি পৌরসভার 4নং ওয়ার্ড দীর্ঘদিন ধরেই শাহ পরিবারের দখলে ছিল । কিন্তু এ বার শাহ পরিবারের দুই বৌমার লড়াইয়ে কে বাজিমাত করেন সেটাই দেখার ।

আরও পড়ুন:Bengal Civic polls 2022: জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে গৌতম দেব

Last Updated : Feb 22, 2022, 9:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details