ধূপগুড়ি, 30 অগস্ট: নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতি নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, ছাত্রবস্থায় যে নেতারা দুর্নীতিতে হাতপাকাতে পারেন, তাঁদের পরে মূল দলে বড় পদ দেয় তৃণমূল কংগ্রেস ৷
আগামী 5 সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপ-নির্বাচন ৷ সেখানে বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে ৷ তাঁর সমর্থনে এ দিন সেখানে প্রচারে যান সুকান্ত মজুমদার ৷ প্রচার ও সেই সংক্রান্ত একাধিক কর্মসূচির মাঝেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেই সময়ই তিনি তোপ দাগেন ঘাসফুল শিবিরের ছাত্র রাজনীতি নিয়ে ৷
বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, কয়েকটি শিক্ষাঙ্গন ছাড়া রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ শিক্ষক নিয়োগ থেকে গবেষণার সুযোগ পাবেন, তা তৃণমূলের ছাত্র সংগঠন ঠিক করে দেয় ৷ ভর্তির ক্ষেত্রেও টিএমসিপি টাকা নেয় বলে তিনি অভিযোগ করেন ৷
এর পর তিনি বলেন, ‘‘চোর কীভাবে তৈরি হবে কলেজ-বিশ্ববিদ্যালয় থেকেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতাদের প্রশিক্ষণ শুরু হয় ৷ ওখানে হাতপাকাও ৷ হাতপাকিয়ে যখন বড় চোর হবে, তখন তোমাকে মূল দলের দায়িত্ব দেওয়া হবে আরও বেশি করে চুরি করার জন্য ৷’’
এছাড়া এ দিন তিনি জানান, 40 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হলে তবেই ধূপগুড়িতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব ৷ জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপার তৃণমূলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে আরও অনৈতিক কিছু করবে বলে আমাদের কাছে খবর রয়েছে ৷ তাই আগামী 3 তারিখ পর্যন্ত অর্থাৎ প্রচারের শেষ দিন পর্যন্ত এখানে থাকার চিন্তাভাবনা করেছি ।’’