পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bandh in North Bengal: উত্তরবঙ্গে বিজেপির বনধের দিনই জলপাইগুড়িতে অভিষেকের 3টি জনসভা - Bengal BJP calls for bandh in North Bengal

সম্প্রতি কালিয়াগঞ্জে এক কিশোরারী মর্মান্তিক মৃত্যু ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এরপর ফের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ প্রতিবাদে আজ সকাল 6টা থেকে 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি ৷

BJP Bandh
বিজেপি বনধ

By

Published : Apr 28, 2023, 7:44 AM IST

উত্তরবঙ্গে বিজেপির বনধ

জলপাইগুড়ি, 28 মার্চ: বনধে পুলিশ বাধা দিতে এলে খণ্ডযুদ্ধ হবে ৷ আজ 12 ঘণ্টার বনধ নিয়ে এমনি হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী ৷ এদিকে শুক্রবারই জলপাইগুড়িতে জনসংযোগ যাত্রায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তিনটি জনসভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷ নাগরাকাটায় বিধানসভায় দু'টি সভা এবং ওদলাবাড়িতে একটি জনসভা হবে।

স্বভাবতই অভিষেকের সভা ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ৷ তটস্থ পুলিশ ৷ সব ধরনের ব্যবস্থা করে রাখতে চাইছেন পুলিশ কর্তারা । উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য ৷ শুধু তাই নয়, এরপর এক বিজেপি কর্মীকে পুলিশ গুলি করে খুন করেছে বলে অভিযোগ ওঠে ৷ তবে পুলিশের তরফে অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে, শুক্রবার 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি ৷

এই বনধের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে মিছিল করল বিজেপি ৷ পাশাপাশি সরকারি অফিস, স্কুলের গেটে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় ৷ বনধকে সামনে রেখে জলপাইগুড়ি শহরে মিছিল বের করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে ৷ এর পরে শহরের কদমতলা মোড়ে প্রতীকী পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা ৷ এদিন জলপাইগুড়ির বিএসএনএল অফিস

জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, "রাজ্যের সরকার স্বৈরাচারী ৷ একজন নাবালিকাকে ধর্ষন করে খুন করা হল ৷ সেখানে পুলিশ মিথ্যে রিপোর্ট দিচ্ছে ৷" তাঁর অভিযোগ, আদিবাসী ও রাজবংশী সমাজের উফর পুলিশ আক্রমণ করছে ৷ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হচ্ছে ৷ পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূলের পুলিশ ও গুন্ডাবাহিনীর দ্বারা খুন হচ্ছে ৷ এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির নির্দেশে শুক্রবার উত্তরবঙ্গে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘণ্টা বনধ হবে ৷

বাপি আরও জানান, এই বনধের সমর্থনে মিটিং-মিছিল হয়েছে ৷ কোনও দোকান খোলা থাকবে না, গাড়ি চলবে না, অফিসও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিজেপি নেতা ৷ তিনি আদিবাসী ও রাজবংশী সমাজের কাছে এই বনধকে সফল করার আবেদন জানান ৷ পুলিশ এই বনধে বাধা দিলে খণ্ডযুদ্ধ হবে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থাকলেও এই বনধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: সাধারণ মানুষের নয় আলিপুরদুয়ারের সাংসদের আচ্ছে দিন এসেছে, অভিষেকের নিশানায় বিজেপির জন বার্লা

ABOUT THE AUTHOR

...view details