পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভা নির্বাচনের আগে রাস্তার শিলান্যাস SJDA-র - পৌরসভা নির্বাচনের আগে রাস্তার শিলান্যাস

পৌরভোটের আগে শিলিগুড়িতে রাস্তার শিলান্যাস করল SJDA-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ । তবে এই অনুষ্ঠানে বাম কাউন্সিলর দূর্বা বন্দ্যোপাধ্যায় ডাক পাননি ।

Image
পৌরসভা নির্বাচনের আগে রাস্তার শিলান্যাস SJDA-র

By

Published : Mar 16, 2020, 7:00 PM IST

Updated : Mar 16, 2020, 11:15 PM IST

জলপাইগুড়ি , 16 মার্চ : পৌরভোটের আগে কোটি টাকার রাস্তার শিলান্যাস হল জলপাইগুড়িতে । শিলান্যাস করলেন SJDA-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ । তবে এই অনুষ্ঠানে ডাক পেলেন না বাম কাউন্সিলর দূর্বা বন্দ্যোপাধ্যায় । শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (SJDA) চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ জানালেন, "কাউন্সিলর কোনও কাজে সহযোগিতা করেন না । তাই তাঁকে ডাকার প্রয়োজন মনে করিনি ।"

SJDA এর পক্ষ থেকে আজ তিনটি কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কিষান কল্যাণী, সভাধিপতি উত্তরা বর্মণ-সহ অন্যান্যরা । তিনটি কাজের শিলান্যাস করে সংস্থার চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ ।

আজ প্রাক্তন সাংসদ তথা SJDA এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মণ জানান , সাংসদ তহবিল থেকে 2015 সালে একবার এই রাস্তা তৈরি করতে দিয়েছিলাম । কিন্তু গার্ড ওয়াল না থাকায় রাস্তা নষ্ট হয়ে যায় । এবারে তিনটি রাস্তা প্রায় তিন কোটি টাকা খরচ করে করা হবে । পাহাড়পুর গ্রামপঞ্চায়েত ও পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সীমান্তের টোপামারির প্রায় দেড় কিলোমিটার রাস্তা 1 কোটি 39 লাখ টাকা দিয়ে করা হচ্ছে । এছাড়া পাহাড়পুর এলাকায় প্রায় দুই কিলোমিটার রাস্তা হচ্ছে 1 কোটি 7 লক্ষ টাকা খরচ করে। এবং গোলঘুমটি থেকে বাহাদুর পর্যন্ত 43 লাখ টাকা খরচ করে রাস্তা তৈরি করা হবে ।

কিন্তু বাম কাউন্সিলরকে এই অনুষ্ঠানে ডাকা হয়নি । এই প্রসঙ্গে বিজয়চন্দ্র বর্মণ বলেন , " আমি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ডাকার প্রয়োজন মনে করিনি । কারণ তিনি কোনও কাজে সহযোগিতা করেন না । তার জন্য স্থানীয়রা ভুক্তভোগী হন । ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরাই এগিয়ে এসে রাস্তার কাজটা করতে এসেছি । উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় শিলান্যাসের অনুষ্ঠান মাইক ছাড়াই করা হয় । " তিনি আরও বলেন, "বিরোধীরা অভিযোগ করছেন ভোটের আগে এই রাস্তা করছি । কিন্তু দপ্তরের কাজ আগে থেকেই শুরু করা হয়েছে ।"

শুনুন কী বলছেন SJDA-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ
Last Updated : Mar 16, 2020, 11:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details