পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুপগুড়িতে নাকা চেকিংয়ে উদ্ধার 16 লাখ টাকা

লোকসভা নির্বাচনের আগে নাকা চেকিংয়ের সময় উদ্ধার 16 লাখ 32 হাজার টাকা। টাকা সহ এক ব্যক্তিকে ধুপগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ।

money

By

Published : Apr 2, 2019, 11:13 AM IST

ধুপগুড়ি, 2 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে নাকা চেকিংয়ে উদ্ধার হল 16 লাখ 32 হাজার টাকা। গতকাল সন্ধেবেলা ফালাকাটা-শিলিগুড়ি সড়কের ধুপগুড়ি শালবাড়ি নাকা চেকিং পোস্টে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে 16 লাখ 32 হাজার টাকা সমেত এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম মানবেন্দ্র গোস্বামী।

মানবেন্দ্র গোস্বামী পুলিশকে জানান, তিনি ইভা এক্সোটিক প্রাইভেট লিমিটেড কম্পানির সিনিয়র সেলস ম্যানেজার। কম্পানির টাকা ফালাকাটা থেকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলেন। তবে নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশের পক্ষ থেকে আয়কর বিভাগে খবর দেওয়া হয়। আয়কর বিভাগের কর্মীরা মানবেন্দ্র গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধুপগুড়ি শালবাড়ি এলাকায় নাকা চেকিং পোস্টে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় এই টাকা উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে আয়কর বিভাগ।

ABOUT THE AUTHOR

...view details