পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড হাসপাতালে বেড বাড়লেও নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স , উদ্বেগে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর - জলপাইগুড়ির জেলাশাসক

করোনা সংক্রমণের ভয়াবহতার জেরে তটস্থ সবাই ৷ এমন অবস্থায় জলপাইগুড়ি জেলার কোভিড হাসপাতালে বেড বাড়ানো হলেও নেই পরিষেবা দেওয়ার মত পর্যাপ্ত ডাক্তার ও নার্স ৷ উদ্বেগে জেলার স্বাস্থ্য আধিকারিকরা ৷ আরও ডাক্তার ও নার্স চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরকে আবেদন করা হবে বলে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷

কোভিড হাসপাতালে বেড বাড়লেও নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স
কোভিড হাসপাতালে বেড বাড়লেও নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স

By

Published : Apr 23, 2021, 4:37 PM IST

Updated : Apr 23, 2021, 5:13 PM IST

জলপাইগুড়ি , 23 এপ্রিল : সারা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক হারে সংক্রমণ বাড়ছে ৷ রাজ্য থেকে জেলা, করোনা রুখতে প্রস্তুতি শুরু করেছে সবাই ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক । হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । পরিস্থিতির কথা মাথায় রেখে জলপাইগুড়ির কোভিড হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেফ হোমও খোলা হচ্ছে । কিন্তু এত জায়গায় পরিষেবা দেওয়ার মত পর্যাপ্ত ডাক্তার , নার্স না থাকায় উদ্বেগে স্বাস্থ্য দফতর ।

রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ডা: সুব্রত গুপ্ত জেলায় বিশ্ববাংলা কোভিড হাসপাতালগুলিতে বেড বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি নতুন করে মেটেলিতে চা বলয়ের জন্য কোভিড হাসপাতাল খোলা হচ্ছে বলে জানান । জেলায় 8টি সেফ হোম গড়া হচ্ছে । কিন্তু এতগুলো জায়গায় পরিষেবা দেওয়ার মত পর্যাপ্ত ডাক্তার ও নার্সের অভাবের কথা অকপটে স্বীকার করে নেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক ।

বেড থাকলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্সের অভাব জলপাইগুড়ির কোভিড হাসপাতালে
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়ে বেশিরভাগ প্রাণ হারাচ্ছেন 40-50 বছরের ব্যক্তিরা । এটাই উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের । পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল ও সেফ হোমগুলিতে বেডের সংখ্যা বাড়ানো কথা বলা হলেও স্বাস্থ্য আধিকারিকদের আরও চিন্তা বাড়িয়েছে জেলায় পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকার বিষয়টি । জেলার স্বাস্থ্য আধিকারিকরা আরও ডাক্তার ও নার্স চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরকে আবেদন করবেন, এমনটাই খবর জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর সূত্রে ।কোভিড হাসপাতালে 350 বেড থাকলেও আরও 200 বেড বাড়ানো হচ্ছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক জানিয়েছেন, এখনও পর্যন্ত করোনা যে চেহারা নিয়েছে তা উদ্বেগজনক । আমাদের কাছে ডাক্তার ও নার্সের সংখ্যা কম আছে । বেড বাড়ালেই হবে না, পরিষেবা দিতে ম্যান পাওয়ার চাই ।এই বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘করোনা মোকাবিলার জন্য আমরা বেড বাড়ানো ও প্রত্যেক ব্লকে সেফ হোম চালু করার চেষ্টা করছি ।’’

আরও পড়ুন :কোভিড চিকিৎসায় ভিরাফিনের আপৎকালীন অনুমতি ডিজিসিআইয়ের

Last Updated : Apr 23, 2021, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details