জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ভাল্লুকের আতঙ্ক ৷ আজ সকালে পার্ক খুলতেই বন্যপ্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখেন বনকর্মীরা ৷ প্রাথমিকভাবে সেটিকে ভাল্লুকের পায়ে ছাপ বলে মনে করছে বন দফতরের কর্মীরা (Bear Panic Over Blood Stained Footprints) ৷ এই ঘটনার পর তিস্তা উদ্যানের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ জলপাইগুড়ি বনবিভাগ, উদ্যান ও কানন বিভাগ এবং গরুমারা বন্যপ্রাণ বিভাগের কর্মী এবং আধিকারিকরা সেখানে পৌঁছেছেন ৷
এক বনকর্মী জানিয়েছেন, সকালে তিস্তা উদ্যানের (Jalpaiguri Tista Udyan) গেট খোলার পর, ভিতরে রক্তমাখা একটি পায়ের ছাপ দেখেন তাঁরা ৷ সন্দেহ হওয়ায় বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বনকর্মীরা ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনও ভাল্লুক তিস্তা উদ্যানের এনক্লোজার থেকে বেরিয়ে পড়েছে ৷ হতে পারে সে আহত ৷ তবে, সত্য়িই ভাল্লুক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ট্রানকুলাইজার টিমকেও ডেকে পাঠিয়েছে উদ্যান কর্তৃপক্ষ ৷ বড় খাঁচাও আনা হয়েছে ৷