জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : করোনা ভ্যাকসিন নিতে এসে পদপিষ্ট হয়ে আহত হন 30 জন ৷ গতকাল ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনার জেরে আজ ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ সুরজিৎ ঘোষ এবং ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) প্রহ্লাদ বিশ্বাসকে শোকজ় করল জেলা প্রশাসন । ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ শোকজ়ের চিঠির কথা স্বীকার করে জানিয়েছেন শোকজ়ের উত্তর দেওয়া হবে ।
গতকাল রাতে বীরপাড়া হাসপাতালে আহতদের দেখতে পৌঁছান ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায় ৷ তিনি জানান, কারওর অবস্থা আশঙ্কাজনক নয় ৷ 7 জন ভর্তি রয়েছেন ৷ তাদেরও ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু তাদের মধ্যে কয়েকজনের সিটি স্ক্যান করা দরকার ৷ তাদের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বহু লোক জড়ো হয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্পের স্কুলে ৷ হুড়োহুড়ি করে একজন আরেকজনকে টপকে ঢুকতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে ৷
আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4