জলপাইগুড়ি, 11 সেপ্টেম্বর : জলপাইগুড়ির পানশালাকাণ্ডে পুলিশকে তুলোধনা করল সার্কিট বেঞ্চ ৷ 16 জুলাই ওই পানশালায় অভিযান চালিয়ে 28 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তদন্তের জন্য এরপর থেকেই বন্ধ করে দেওয়া হয় পানশালাটি ৷ এদিকে, দীর্ঘদিন পানশালাটি বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে রুটি-রোজগার ৷ এই অভিযোগ তুলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন ধরম পাসোয়ানের স্ত্রী ফুলমতি পাসোয়ান ৷ পানশালাটি খুলে দেওয়ার আবেদন জানান তিনি ৷
এই সংক্রান্ত আরও খবর : পানশালার আড়ালে দেহব্যবসা, চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার-বাড়ি সিল পুলিশের !
আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ শুনানি চলাকালীন ফুলমতির অভিযোগ পর্যালোচনা করে 24 ঘণ্টার মধ্যে পানশালাটি খোলার নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ৷ এপ্রসঙ্গে ফুলমতির আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "পানশালার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ তুলে জলপাইগুড়ির মহিলা থানার পুলিশ এই পানশালাটি বন্ধ করে দেয় । এই পানশালা বন্ধ থাকার ফলে আমার মক্কেলের রুটি-রোজগার দীর্ঘদিন বন্ধ রয়েছে ৷ এই অভিযোগ তুলে আমার মক্কেল হাইকোর্টের দ্বারস্থ হয় ৷ বিষয়টি পর্যালোচনা করে 24 ঘণ্টার মধ্যে পানশালাটি খোলার নির্দেশ দেন মৌসুমি ভট্টাচার্য ৷ এছাড়াও, এই মামলার প্রধান অভিযোগকারিণী জানিয়েছিলেন, তিনি এই পানশালার গায়িকা ছিলেন ৷ এখানে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি ৷ পরে তিনি বলেন, তিনি বাংলা লিখতে পড়তে পারেন না ৷ তাঁকে দিয়ে জোর করে FIR করতে বাধ্য করেছে পুলিশ ৷ এই বক্তব্যের প্রেক্ষিতে জেলা আদালতে 164 ধারায় ওই যুবতির জবানবন্দী রেকর্ড করার নির্দেশ দেন বিচারপতি ৷ এছাড়াও চারদিনের মধ্যে এই মামলাটি CID-কে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেন তিনি । পাশাপাশি আট সপ্তাহের মধ্যে CID-কে এই মামলার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন ।" জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের APP অদিতি শঙ্কত চক্রবর্তী বলেন, "আগামি ২৪ ঘণ্টার মধ্যে পানশালা খুলে দেবার নির্দেশ দিয়েছেন বিচারক।"
ভিডিয়োয় শুনুন সৈকত চ্যাটার্জির বক্তব্য আজ জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, "আমি আদালতের নির্দেশের কপি দেখিনি । নির্দেশের কপি দেখে তারপর মন্তব্য করব ।"