জলপাইগুড়ি, 13 মার্চ : পাকরিগুড়ি থেকে উদ্ধার হল অস্ট্রেলিয়ার ক্যাঙারু ! বাংলা-অসম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পাচার করা ক্যাঙারুকে রক্ষা করল পুলিশ । বন্যপ্রাণ পাচারের বিরলতম ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারোবিশা আউটপোস্টের পুলিশের নাকা চেকিং-এ (Barobisha Police rescues an Australian Kangaroo while smuggling) ।
বাংলা-অসম সীমান্তে 31সি জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল ৷ গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে ৷ কুমার গ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, "বারোবিশা আউটপোস্টের পাকরিগুড়িতে 24 ঘণ্টা নাকাচেকিং চলে ৷ নাকাচেকিং চলাকালীন অসমের গুয়াহাটি থেকে আসা একটি ট্রাক দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় ৷ তারা দেখে ভিতরে একটা বড় খাঁচা রয়েছে এবং সেটি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে ৷ এই খাঁচাটি প্রাণী নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ৷" তিনি জানান, খাঁচাটি ত্রিপল দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, যাতে মনে হবে তেমন কিছু নেই ৷
তিনি বলেন, সেই খাঁচা থেকে একটি অস্ট্রেলিয়ান ক্যাঙারু পাওয়া গিয়েছে ৷ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পাশাপাশি গাড়িচালক ও তার খালাসিকে আটক করেছে পুলিশ । কোথা থেকে এই প্রাণীটি এই ভাবে প্রোফেশনার খাঁচায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে ।
আরও পড়ুন : Tokay Gecko Smuggling : নেপালে পাচারের আগেই উদ্ধার তক্ষক ও হাতির দেহাংশ, গ্রেফতার দুই