পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানশালার আড়ালে দেহব্যবসা, চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার-বাড়ি সিল পুলিশের ! - দেহব্যবসা চালান তৃণমূল নেতা

ধরম পাসওয়ান । জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক । তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর ঘনিষ্ঠ । তাঁর একটি রেস্তরাঁ কাম বার (পানশালা) আছে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে । পুলিশের কাছে খবর আসে, ওই পানশালায় চলছে দেহব্যবসা । খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ওই পানশালায় অভিযান চালায় পুলিশ ।

বার

By

Published : Jul 19, 2019, 1:14 AM IST

Updated : Jul 19, 2019, 7:20 AM IST

জলপাইগুড়ি, 19 জুলাই : পানশালার আড়ালে চলত দেহব্যবসা ! এই অভিযোগে চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার, বাড়ি সিল করল পুলিশ । গ্রেপ্তার 28 । উদ্ধার 13 মহিলা । পলাতক তৃণমূল নেতা ধরম পাসওয়ান ।

ধরম পাসওয়ান । জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক । তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর ঘনিষ্ঠ । তাঁর একটি রেস্তরাঁ কাম বার (পানশালা) আছে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে । পুলিশের কাছে খবর আসে, ওই পানশালায় চলছে দেহব্যবসা । খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ওই পানশালায় অভিযান চালায় পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয় 28 জনকে । উদ্ধার হয় 13 যুবতি । রাতেই বার সিল করে পুলিশ । এরপর পাঁচজনকে নিজেদের রিমান্ডে নেয় পুলিশ ।

গ্রেপ্তার দুই কর্মীকে নিয়ে তৃণমূল নেতার বাড়িতে পুলিশ

রিমান্ডে নেওয়া দুই ব্যক্তিকে নিয়ে আজ ধরমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । দুই নম্বর ঘুমটি এলাকায় বাড়ি ধরমের । সূত্রের খবর, সেখানেই উদ্ধার হওয়া যুবতিদের রাখা হত । তারা কোথায় থাকত, কী করত সেসব খতিয়ে দেখা হয় । এরপর বাড়িটি সিল করে দেন পুলিশকর্মীরা ।

এদিকে, ওই 13 যুবতিকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । সেইসঙ্গে ধরমের খোঁজেও চলছে তল্লাশি । যদিও ধরম পাসওয়ানের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে । অভিযোগ ভিত্তিহীন ।" জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, "পুলিশ পুলিশের কাজ করুক । আমি এবিষয়ে বিশেষ কিছু বলতে চাই না ।" জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ঘটনার তদন্ত চলছে ।

Last Updated : Jul 19, 2019, 7:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details