জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: খেঁজুর গাছ থাকলেও খেঁঁজুরের রস থেকে গুড় বানানোর লোক ছিল না ৷ অথচ শীতকাল মানেই পিঠে, পায়েস ৷ খেঁজুরের গুড় ছাড়া শীতকালে পিঠে, পায়েস, পুলির কথা চিন্তাই করা যায় না ! এই সমস্যার সমাধান করলেন বাংলাদেশের আবদুর রহিম ৷ সুদূর বাংলাদেশ থেকে ভারতে এসে গাছ থেকে খেঁজুরের রস সংগ্রহ করে গুড় বানাচ্ছেন কাকা ও ভাইপো(comes to India in every winter to prepare and sale Date jaggery ) ।
শীত পড়তেই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের দুধিয়া গ্রামে আসেন বাংলাদেশের রাজশাহী জেলার বাগথানার আবদুর রহিম (jalpaiguri news )। করোনারকালে 2 বছর ভারতে আসতে পারেননি ৷ তাই গ্রামে গুড়ের জোগান পায়নি । শিলিগুড়ি থেকে গুড় কিনে আনতে হয়েছে জলাপাইগুড়ির বাসিন্দাদের । তাই এই বছর শীত পড়তেই রীতিমতো ভিসা পাসপোর্ট বানিয়ে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুধিয়া গ্রামে চলে আসেন দু‘জনে । গাছ কেটে, খেজুর সর সংগ্রহ করে সেই রস জাল দিয়ে সুস্বাদু গুড় বানান তারা । সেই গুড় চলে যায় জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে ।
আরও পড়ুন:শীতের দেখা নেই, খেজুরের রসে ভাঁটা পড়ায় সমস্যায় শিউলিরা