পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Arrested: অবৈধ অনুপ্রবেশ ! ছেলের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার বাংলাদেশী পরিবার - অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশী পরিবার

নেই কোনও বৈধ কাগজপত্র ৷ ছেলের সঙ্গে দেখা করতে এসে বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশী পরিবার ৷

Etv Bharat
ধৃত বাংলাদেশী পরিবার

By

Published : May 5, 2023, 10:52 PM IST

জলপাইগুড়ি, 5 মে: স্ত্রী, বৌমা ও নাতনিকে সঙ্গে নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে আসছিলেন বৃদ্ধ বিমল অধিকারী ৷ কিন্তু অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকতেই তাঁদের সকলকে গ্রেফতার করে বিএসএফ । জানা গিয়েছে, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে তাঁর ছেলে থাকে । তার সঙ্গেই দেখা করতে ভারতে আসা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে । জলপাইগুড়ি কোতয়ালি থানা সূত্রের খবর, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিমল অধিকারী-সহ তাঁর পরিবারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় ।

জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণপুর পীরগঞ্জের বাসিন্দা বিমল অধিকারীর ছেলে দীর্ঘ বছর ধরে শিলিগুড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকায় থাকে । সেখানে থেকেই কাঁচামাল ও সুপারির ব্যবসা করেন তিনি । দালালের সহযোগিতায় ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে গিয়েই শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের বিএসএফের হাতে ধরা পড়ে যায় এই পরিবারটি ।

ধৃত বিমল অধিকারী জানান, তাঁর ছেলে দীর্ঘ 20 বছর ধরে শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে থাকেন । সেখানে থেকেই ব্যবসা করেন । তাই ছেলের সঙ্গে দেখা করতে তিনি স্ত্রী মালতি রানি অধিকারী, বউমা ঝর্ণা অধিকারী এবং এক বছরের নাতনিকে নিয়ে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের দিয়ে ভার‍তে প্রবেশের করেন । কিন্তু বিএসএফের নজরে পরে যাওয়ায় সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় ।

এরপরে ধৃতদের বিএসএফ জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন । বিমল অধিকারী আরও জানান, তাদের কাছে কোনও পাসপোর্ট ভিসা নেই । লোকের মাধ্যমে তাঁরা এদেশে ঢুকেছিলেন । এখন ধরা পড়ে গেলেন ৷ তবে এরপরে কী হবে তা জানেন না তাঁরা ৷ এই ঘটনায় বিএসএফের বক্তব্য, ছেলের সঙ্গে দেখা করতে ভারতে আসার কোনও বৈধ নথি দেখাতে না পারায় এই পরিবারকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন :কাজের লোভে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 2

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details