জলপাইগুড়ি, 5 মে: স্ত্রী, বৌমা ও নাতনিকে সঙ্গে নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে আসছিলেন বৃদ্ধ বিমল অধিকারী ৷ কিন্তু অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকতেই তাঁদের সকলকে গ্রেফতার করে বিএসএফ । জানা গিয়েছে, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে তাঁর ছেলে থাকে । তার সঙ্গেই দেখা করতে ভারতে আসা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে । জলপাইগুড়ি কোতয়ালি থানা সূত্রের খবর, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিমল অধিকারী-সহ তাঁর পরিবারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় ।
জানা গিয়েছে, বাংলাদেশের নারায়ণপুর পীরগঞ্জের বাসিন্দা বিমল অধিকারীর ছেলে দীর্ঘ বছর ধরে শিলিগুড়ি সংলগ্ন পানিট্যাঙ্কি এলাকায় থাকে । সেখানে থেকেই কাঁচামাল ও সুপারির ব্যবসা করেন তিনি । দালালের সহযোগিতায় ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে গিয়েই শিলিগুড়ি রাধাবাড়ি সেক্টরের বিএসএফের হাতে ধরা পড়ে যায় এই পরিবারটি ।