পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গরত্নের পাশে বঙ্গরত্ন, ETV ভারতের খবরের জের - ETV ভারতের খবরের জের

ভালো নেই বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়---ETV ভারতে এই খবর প্রকাশিত হওয়ার পর শিল্পীর পাশে দাঁড়ালেন আরেক বঙ্গরত্ন ডাক্তার প্রেম দরজি ভুটিয়া৷ এছাড়াও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এল সারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায়কে বিভিন্নভাবে সাহায্য করতে৷

Prem Darji Bhutia stood by Mangalkanti Roy
সারিঞ্জা-বাদক মঙ্গলাকান্ত রায়

By

Published : Jun 11, 2020, 11:44 PM IST

জলপাইগুড়ি, 11জুন: লকডাউনে মিলছে না ভিক্ষেও,ভালো নেই "বঙ্গরত্ন"---ETVভারতে এই খবর প্রকাশিত হওয়ার পরেইসারিঞ্জা-বাদক মঙ্গলাকান্ত রায়কে সাহায্য করতে এগিয়ে এলেন আরেক বঙ্গরত্ন প্রেমদরজি ভুটিয়া। এছাড়াও শিল্পীর পাশে দাঁড়ালেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।

ময়নাগুড়িরসারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বঙ্গরত্ন সম্মান পান2017সালে।এরপর মাঝেমাঝে সরকারি অনুষ্ঠান করতেন৷ কিন্তু,বর্তমানে সেইসব অনুষ্ঠান বন্ধ৷ ফলেরোজগার নেই। বাধ্য হয়ে ভিক্ষে করে খেতে হয়েছে কৃতী শিল্পীকে৷ এমনকী লকডাউনেভিক্ষাও মিলছে না বলে জানান মঙ্গলাকান্ত রায় ওরফে মঙ্গলু রায়। ময়নাগুড়ির আমগুড়িগ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ির বাসিন্দা প্রখ্যাত সারিঞ্জাবাদক বর্তমানে অসহায়অবস্থায় দিন কাটাচ্ছেন৷ স্থানীয় বা জেলা প্রশাসন তাঁর খোঁজ নেয় না বলে অভিযোগ করেনতিনি৷ ভাঙা বাড়িতেই কোনওরকমে দিনযাপন করছেন। এরই মধ্য়ে বুধবার সারিঞ্জাবাদকমঙ্গলাকান্ত রায়কে নিয়েETVভারতেএকটি সংবাদ প্রকাশিত হয়৷ তারপরই উত্তরবঙ্গের স্বনামধন্য বঙ্গরত্ন ডাক্তার প্রেমদরজি ভুটিয়াETVভারতকেফোন করে জানান,মঙ্গলাকান্তরায়ের যা যা সাহায্য দরকার তা তিনি করবেন। এমনকী তাঁর ভাঙা বাড়ি মেরামত করে দেবেনবলেও জানান তিনি৷ খুব তাড়াতাড়ি তিনি শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁরপাশে দাঁড়াবেন বলে জানান।

অন্যদিকেজলপাইগুড়ির একটি সমাজসেবী সংগঠন "প্রকাশ ফাউন্ডেশন"-এর পক্ষ থেকেআগামীকাল মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে গিয়ে তাঁকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হবেবলে জানানো হয়েছে। পাশাপাশি গ্রিন জলপাইগুড়ি ও ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশনও তাঁদেরসাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details