জলপাইগুড়ি, 11জুন: লকডাউনে মিলছে না ভিক্ষেও,ভালো নেই "বঙ্গরত্ন"---ETVভারতে এই খবর প্রকাশিত হওয়ার পরেইসারিঞ্জা-বাদক মঙ্গলাকান্ত রায়কে সাহায্য করতে এগিয়ে এলেন আরেক বঙ্গরত্ন প্রেমদরজি ভুটিয়া। এছাড়াও শিল্পীর পাশে দাঁড়ালেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।
বঙ্গরত্নের পাশে বঙ্গরত্ন, ETV ভারতের খবরের জের - ETV ভারতের খবরের জের
ভালো নেই বঙ্গরত্ন মঙ্গলাকান্ত রায়---ETV ভারতে এই খবর প্রকাশিত হওয়ার পর শিল্পীর পাশে দাঁড়ালেন আরেক বঙ্গরত্ন ডাক্তার প্রেম দরজি ভুটিয়া৷ এছাড়াও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এল সারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায়কে বিভিন্নভাবে সাহায্য করতে৷
![বঙ্গরত্নের পাশে বঙ্গরত্ন, ETV ভারতের খবরের জের Prem Darji Bhutia stood by Mangalkanti Roy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7578797-249-7578797-1591894648890.jpg)
ময়নাগুড়িরসারিঞ্জাবাদক মঙ্গলাকান্ত রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে বঙ্গরত্ন সম্মান পান2017সালে।এরপর মাঝেমাঝে সরকারি অনুষ্ঠান করতেন৷ কিন্তু,বর্তমানে সেইসব অনুষ্ঠান বন্ধ৷ ফলেরোজগার নেই। বাধ্য হয়ে ভিক্ষে করে খেতে হয়েছে কৃতী শিল্পীকে৷ এমনকী লকডাউনেভিক্ষাও মিলছে না বলে জানান মঙ্গলাকান্ত রায় ওরফে মঙ্গলু রায়। ময়নাগুড়ির আমগুড়িগ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ির বাসিন্দা প্রখ্যাত সারিঞ্জাবাদক বর্তমানে অসহায়অবস্থায় দিন কাটাচ্ছেন৷ স্থানীয় বা জেলা প্রশাসন তাঁর খোঁজ নেয় না বলে অভিযোগ করেনতিনি৷ ভাঙা বাড়িতেই কোনওরকমে দিনযাপন করছেন। এরই মধ্য়ে বুধবার সারিঞ্জাবাদকমঙ্গলাকান্ত রায়কে নিয়েETVভারতেএকটি সংবাদ প্রকাশিত হয়৷ তারপরই উত্তরবঙ্গের স্বনামধন্য বঙ্গরত্ন ডাক্তার প্রেমদরজি ভুটিয়াETVভারতকেফোন করে জানান,মঙ্গলাকান্তরায়ের যা যা সাহায্য দরকার তা তিনি করবেন। এমনকী তাঁর ভাঙা বাড়ি মেরামত করে দেবেনবলেও জানান তিনি৷ খুব তাড়াতাড়ি তিনি শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁরপাশে দাঁড়াবেন বলে জানান।
অন্যদিকেজলপাইগুড়ির একটি সমাজসেবী সংগঠন "প্রকাশ ফাউন্ডেশন"-এর পক্ষ থেকেআগামীকাল মঙ্গলাকান্ত রায়ের বাড়িতে গিয়ে তাঁকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হবেবলে জানানো হয়েছে। পাশাপাশি গ্রিন জলপাইগুড়ি ও ময়নাগুড়ি ফিনিক্স ফাউন্ডেশনও তাঁদেরসাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছে।