বানারহাট, 28 অগস্ট: ভারী বৃষ্টির জেরে মাঝরাতে জলমগ্ন হল বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷ ভুটান, পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির প্লাবিত হল বানারহাট ৷ পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ-এর সাহায্য নেয় জেলা প্রশাসন ৷ জানানো হয়েছে, রবিবার রাত 1টা নাগাদ ডুয়ার্সের বানারহাটে বিভিন্ন এলাকায় হাতিনালা দিয়ে জল ঢুকে পড়ে ৷
রবিবার রাত থেকে ভুটান, পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে জলস্তর বেড়ে যায় হাতিনালার ৷ সেই জল লোকালয়ে ঢুকতে শুরু করে ৷ বানারহাটের শতাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে ৷ জল ঢুকে পড়েছে বেশ কিছু দোকানেও ৷ মাটি ধসে ক্ষতিগ্ৰস্ত হয়েছে রেললাইন, রাস্তায় পিচের চাদর উঠে গিয়েছে ৷ কয়েকটি স্কুলের দেওয়াল ভেঙে পড়েছে ৷ এমনকি রাতভর জলমগ্ন হয়ে ছিল বানারহাট হাসপাতাল ৷ ক্ষতি হয়েছে বেশ কয়েকটি চা বাগানের ৷ বহু মানুষ রাতে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে উঁচু জায়গায় এবং বড় রাস্তায় আশ্রয় নেয় ৷
জানা গেছে, রবিবার রাত 11টা নাগাদ হাতিনালার জলস্তর বেড়ে গিয়ে বানারহাটের লোকালয় জল ঢুকতে শুরু করে ৷ ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে বানারহাটের বিস্তীর্ণ এলাকা ৷ জলের স্রোত এতটাই ছিল যে, রাস্তার পিচের চাদর উঠে যায় ৷ একটি স্কুলের দেওয়াল ধসে পড়ে ৷ এমনকি ক্ষতিগ্ৰস্ত হয় রেললাইন ৷ বহু বাড়িতে জল ঢুকে পড়ায় বাচ্চাদের নিয়ে রাতভর রাস্তায় ও উঁচু জায়গায় আশ্রয় নেন বাসিন্দারা ৷ তবে, সকাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে ৷ জল অনেকটা নেমে গিয়েছে ৷