জলপাইগুড়ি, 30 মার্চ:অফিসে ঢুকে অতিরিক্ত জেলাশাসককে প্রাণে মারার হুমকির অভিযোগের তদন্ত শুরু করল পুলিশ। অন্যদিকে অতিরিক্ত জেলাশাসকের অফিসে গুলির চিহ্নের তদন্তে বিশেষজ্ঞদের ডাকা হল ব্যালেস্টিক বিশেষজ্ঞদের ৷ এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। জানা গিয়েছে, এই ঘটনার পর অতিরিক্ত জেলাশাসকের দফতরে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন চক্রবর্তীকে তাঁর অফিসে ঢুকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে।
সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসকের অফিসে দু'জন বহিরাগত ঢোকেন দেখা করার নাম করে ৷ সে সময় অতিরিক্ত জেলাশাসককে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনা জানাজানি হতেই অতিরিক্ত জেলাশাসকের দফতরের তিনতলার একটি ঘরের জানালার কাঁচে এবং উলটোদিকে থাকা আলমারিতে ছোট ছিদ্র পাওয়া গিয়েছে । এই ছিদ্র আদৌ গুলির কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । কিন্তু গুলি চললেও কেউ আওয়াজ শুনতে পাননি বা গুলি চললেও কাঁচের কোনও জানালা ভাঙেনি। তাতেই উঠছে প্রশ্ন ৷ তবে কোনওকিছুকেই উড়িয়ে দিচ্ছে না জেলা পুলিশ। তাই বিজ্ঞানসম্মতভাবে বিষয়টি পরীক্ষা করতে ব্যালেস্টিক এক্সপার্টদের ডাকা হয়েছে ।